টেনেসি: করোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় ডায়পার ও সুইম গগলস পরুন!চিকিৎসকদের এমনই নিদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির স্বাস্থ্য দফতর! কারণ, করোনা রোগীদের শুশ্রূষার সময় প্রয়োজনীয় সতর্কতার পর্যাপ্ত সরঞ্জাম নেই সেখানকার স্বাস্থ্য দফতরের হাতে।



মার্কিন মুলুকে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা ভাইরাস। ভারতীয় বংশোদ্ভূত ড. সোনাল গুপ্তা ও টেনেসির প্রায় ২ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলে গভর্নর বিল লি-কে লিখিতভাবে আবেদন করেছেন যাতে সকলকে বাধ্যতামূলকভাবে ঘরবন্দি করে রাখা যায়। কারণ, আমেরিকায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা এবং চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে লকডাউনই এই মহামারী রোখার সেরা দাওয়াই। যদি মানুষ নিজেদের ঘরবন্দি না করে রাখে, তাহলে শুধু টেনেসিতেই মৃত্যুর সংখ্যা পৌঁছে যেতে পারে চল্লিশ হাজারে!



ঘটনা হচ্ছে, এই পরিস্থিতিতে টান পড়েছে মাস্ক ও করোনা থেকে সতর্কতার অন্যান্য চিকিৎসা সরঞ্জামে। বাধ্য হয়ে ডায়পার ও সুইমিং গগলস দিয়ে মুখ ঢাকতে হচ্ছে চিকিৎসকদের। টেনিসির স্বাস্থ্য দফতর রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের শুশ্রূষার সময় মুখ ঢাকতে প্রয়োজনে ব্যান্ডানা, স্কার্ভ, এমনকী ডায়পার ব্যবহার করুন। আর চোখে পরুন সুইমিং গগলস। টেনিসির স্বাস্থ্য দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, একটি ভিডিও কনফারেন্সে বিকল্প সরঞ্জাম আনার চেষ্টা করা হচ্ছে বলে সকলকে জানানো হয়েছে।