কলকাতা: এবার বিদেশ থেকে টিকা আমদানির অনুমতি। রাজ্য সরকারগুলিকে বিদেশ থেকে টিকা আমদানির অনুমতি। বেসরকারি হাসপাতালগুলিকেও অনুমতি দিল কেন্দ্র। দেশে যে টিকা এখনও ছাড়পত্র পায়নি তা আমদানির ক্ষেত্রে কেন্দ্রের অনুমোদন লাগবে। গাইডলাইন জারি করল কেন্দ্র।


স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে কোনও বেসরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বিদেশ থেকে টিকা আমদানি করতে পারবে। তবে এক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন মানতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে, যে টিকা আমদানি করতে চায় সেই টিকার যদি আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গিয়ে থাকে বা ছাড়পত্র পেয়ে গিয়ে থাকে তাহলে আমদানির ক্ষেত্রে কোনও সমস্যা নেই। যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি বা ছাড়পত্র পায়নি সেই টিকা আমদানি করতে গেলে কেন্দ্রের অনুমোদন লাগবে। যারা আমদানি করতে চায়, সেই সংস্থার নির্দিষ্ট ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে। যে কোনও পথে আমদানি করা যাবে।


আমাদের দেশে ইতিমধ্যে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই ভ্যাকসিন কেউ বিদেশ থেকে আমদানি করতে চাইলে কোনও বাধা নেই। কিন্তু কেউ মডার্না বা ফাইজারের ভ্যাকসিন যা বিদেশে ব্যবহৃত হচ্ছে ভারতে ছাড়পত্র দেওয়া হয়নি, তা ব্যবহার করতে গেলে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। গাইডলাইন জারি কর দিয়েছে স্পষ্ট দিয়েছে কেন্দ্র।


এদিকে এই প্রথম দেশে সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে।  শুরু হচ্ছে জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। সারা দেশে ৬টি জায়গায় হবে ট্রায়াল। রাজ্যে এবার সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ট্রায়াল হবে। কলকাতায় ট্রায়াল হবে পিয়ারলেস হাসপাতালে। ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে হবে ট্রায়াল। 


এদিকে ভয়ঙ্কর করোনার ধাক্কায় ফের দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড। আবার চার লক্ষের গন্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের।