কলকাতা: এরাজ্যে ভোট পরবর্তী পর্বে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করেছেন কঙ্গনা, এমন অভিযোগও উঠে এসেছে। এই অভিযোগে এবার বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল নেতা ঋজু দত্ত।


আগেই অভিনেত্রী ট্যুইটার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপরই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হন তিনি। অভিযোগ, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। যা বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই স্টোরির জন্য ইতিমধ্যে অনেকেই তাঁর অ্যকাউন্ট রিপোর্ট করেছে। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।


কলকাতার রাজা মণীন্দ্র রোডের বাসিন্দা তৃণমূল নেতা ঋজু দত্ত। উল্টোডাঙা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন, ''ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কঙ্গনা একাধিক স্টোরি শেয়ার করেছেন। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি বিকৃত করেছেন অভিনেত্রী।  পশ্চিমবঙ্গে বিদ্বেষ, উস্কানি এবং হিংসা ছড়ানোর উদ্দেশে এই কাজ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"



এফআইআর দায়ের হওয়ার পর ইনস্টাগ্রামে ফের সরব হন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এফআইআর-এর কপির ছবি শেয়ার করে লিখেছেন, "এফআইআর বা মামলা করে আমার কণ্ঠরোধ হবে না। আপনি আমায় ভয় দেখাতে পারবেন না। আপনার শেষের শুরু হয়ে গেছে। এফআইআরের পর মমতাকে আক্রমণ কঙ্গনা রানাউতের।"




গত ২ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিজনক মন্তব্য় করেন কঙ্গনা বলে অভিযোগ। এমনকী, ভোট-পরবর্তী হিংসার জন্যও মমতার তীব্র সমালোচনা করেন বলিউড অভিনেত্রী। পরের পর ট্যুইট করে বেনজির আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনওটায় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাবণ' বলে কটাক্ষ করেন অভিনেত্রী।


গত ৪ মে সাসপেন্ড করা হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ট্যুইটার অ্যাকাউন্ট। অভিযোগ, অভিনেত্রীর করা কয়েকটি পোস্ট মাইক্রো ব্লগিং সাইট সংস্থার নীতি লঙ্ঘন করেছে। ট্যুইট বন্যার জেরে কঙ্গনার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অভিযোগ, বাংলার আইনশৃঙ্খলার ভারসাম্য নষ্ট করতে চাইছেন কঙ্গনা। তিনি বলেন, ‘বাঙালি এবং বাংলার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। বিজেপি-র পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা। বাংলার আইনশৃঙ্খলার ভারসাম্য করতে এনআরসি এবং সিএএ-র সমর্থনে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তিনি।’ আজ ই-মেল মারফত অভিযোগ জানালেন আইনজীবী সুমিত চৌধুরী।