কলকাতা: করোনাভাইরাস আবহে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের প্রাপ্য অর্থের ইস্যু থেকে শুরু করে অ্যাডভাইসরি জারি -- সব কিছু নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা।
এদিন নবান্নে তিনি বলেন, কেন্দ্র আমাদের প্রাপ্য দিচ্ছে না। কোনও স্পেশাল প্যাকেজ পাইনি। জিএসটি-সহ যা যা প্রাপ্য অবিলম্বে দিতে হবে। দফায় দফায় শুধু অ্যাডভাইসরি দেওয়া হচ্ছে। গলায় অ্যাডভাইসরির মালা পরে বসে থাকব! মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যকে রাজ্যের মতো কাজ করতে দেওয়া হোক। রাজ্যের ওপর শুধু অ্যাডভাইসরি চাপানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগ করেন, বিভিন্ন প্রকল্পের টাকা এখনও বকেয়া। এই পরিস্থিতিতে দেনা শোধ করতে হচ্ছে। রেশন-সহ নানা খাতে বিপুল খরচ হচ্ছে। মানুষের রুজি-রোজগার প্রায় শেষের পথে।
পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, এ রাজ্য থেকে কর্ণাটক, গুজরাত-সহ একাধিক রাজ্যে যাওয়া শ্রমিকদের ওপর অত্যাচার চলছে। অপরিকল্পিত সিদ্ধান্ত হওয়ায় এত দুর্ভোগ হচ্ছে। সব রাজ্যের শ্রমিকরাই সব রাজ্যে আছেন। বাংলার শ্রমিকরা বাইরে থাকলেই দোষ! পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়নি। আগে চলে এলে পেট ভরে ভাত দিতে পারতাম। স্বাস্থ্যে নজর দিলে এত করোনা আক্রান্ত হত না।
মুখ্যমন্ত্রীর মতে, স্পেশাল ট্রেনের পরিকল্পনা আরও আগেই করা উচিত ছিল কেন্দ্রের।
'গলায় অ্যাডভাইসরির মালা পরে বসে থাকব!', কেন্দ্রকে তোপ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2020 06:28 PM (IST)
'কেন্দ্র আমাদের প্রাপ্য দিচ্ছে না, কোনও স্পেশাল প্যাকেজ পাইনি।'
'রাজ্যকে রাজ্যের মতো কাজ করতে দেওয়া হোক।'
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -