নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে ভারতে এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই ঘোষণা করেছিল ফিফা। আজ এই প্রতিযোগিতার নতুন দিন ঘোষণা করা হল। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে মহিলাদের বিশ্বকাপ। কলকাতা সহ যে শহরগুলিকে এই প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছিল ফিফা, সেখানেই হবে খেলা।


এর আগে অলিম্পিক, উইম্বলডন সহ বিশ্বের যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা বাতিল বা স্থগিত হয়ে যায়। এ বছরই পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ফিফা। আজ এই প্রতিযোগিতারও নতুন দিন ঘোষণা করা হল। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উয়েফা, কনকাকাফ, সিএএফ, ওএফসি ও কনমেবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির দিনক্ষণ ও ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের উপযুক্ত পরিবেশের কথা মাথায় রেখেই নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আমরা এখন সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের দিকে তাকিয়ে আছি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে ভারতে মহিলাদের ফুটবলের উন্নতি হবে।’