কলকাতা : রাজ্যে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী ১৬ জুন থেকে শিথিল হচ্ছে একাধিক বিধি-নিষেধ। ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করা হয়।
রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। ২ মাসেরও বেশি সময় পর দৈনিক সংক্রমণ সবথেকে কম দেখা যায় শেষ বুলেটিনে। রবিবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন বলছে, ৪ হাজারের নীচে নেমে এসেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। আক্রান্ত হন ৩ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন।
এই পরিস্থিতিতে আগামীকালই রাজ্যে বিধি-নিষেধের মেয়াদ শেষ হচ্ছিল। তার আগেই আজ সাংবাদিক বৈঠক করে বেশ কয়েকটি বিষয় শিথিল হওয়ার কথা ঘোষণা করা হয় নবান্নে। সাংবাদিক বৈঠকে জানানো হয়-
১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হবে সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থা। তবে, স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে অন্যান্য যান চলাচল। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড় দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। আগের মতোই রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিধি নিষেধ বহাল থাকবে। জরুরি পরিষেবা ছাড়া রাতে বেরোনো যাবে না রাস্তায়। টিকাকরণ হলে তবেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি দেওয়া হবে।
এদিকে রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। চিকিৎসকদের মতে, আশঙ্কা রয়েছে। লকডাউন সম্পূর্ণ উঠে যাওয়ার পরও যদি রাজ্যের পরিসংখ্যান এতটা কম থাকে, তাহলে বোঝা যাবে আমরা দ্বিতীয় ঢেউ পেরিয়ে এসেছি।