মুম্বই : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। নয় মাস পর সামগ্রিক GST সংগ্রহের পরিমাণ নামল ১ লক্ষ কোটি টাকার নিচে। জুন মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ৯২ হাজার ৮৪৯ কোটি টাকা। যদিও সরকার আশা করছে, জুলাইয়ে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যাবে।


আদায়কৃত ৯২ হাজার ৮৪৯ কোটি জিএসটির মধ্যে সিজিএসটি রয়েছে ১৬ হাজার ৪২৪ কোটি টাকা, এসজিএসটি ২০ হাজার ৩৯৭ কোটি টাকা, আইজিএসটি ৪৯ হাজার ৭০ কোটি(এর মধ্যে ২৫ হাজার ৭৬২ কোটি টাকা মালপত্র আমদানি বাবদ) এবং সেস ৬ হাজার ৯৪৯ কোটির(এর মধ্যে ৮০৯ কোটি মালপত্রর আমদানি বাবদ)।


৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ লেনদেন থেকে এই জিএসটি সংগ্রহ হয়েছে। ছাড়, রিটার্ন ফাইলিংয়ের সময় দেরি হলে ১৫ দিন পর্যন্ত সুদ হ্রাস- আয়করদাতাদের জন্য ইত্যাদি সুবিধার ব্যবস্থা করা হয়েছে। 


তবে গত বছর জুন মাসে জিএসটি রেভিনিউয়ের থেকে এবার ২ শতাংশ বেশি আদায় হয়েছে। মে মাসে যেসব ব্যাবসায়িক লেনদেন হয়েছে তার সঙ্গে সম্পর্কিত জুনের জিএসটি সংগ্রহ। উল্লেখ্য, গত মে মাসে দেশের অধিকাংশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলই করোনা অতিমারির কারণে হয় সার্বিক বা আংশিক লকডাউনে ছিল। বিভিন্ন জায়গায় কার্যত থমকে ছিল লেনদেন। ফলে, আর্থিক ব্যবস্থায় গতি ছিল না। যার প্রভাব পড়েছে জিএসটি সংগ্রহে। নয় মাস পর যা কমে ১ লক্ষ কোটির নিচে চলে এসেছে।


যদিও করোনা সংক্রমণের হার দিন দিন কমছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিথিল হচ্ছে লকডাউন। এর জেরে জুন মাসে ই-বিল জেনারেট হয়েছে ৫.৫ কোটি টাকা। অর্থাৎ আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রয়েছে। প্রসঙ্গত, এপ্রিলের প্রথম দুই সপ্তাহে ই-ওয়ে বিল ছিল ২০ লক্ষ, যা ওই মাসের শেষ সপ্তাহে দাঁড়ায় ১৬ লক্ষে। ৯-২২ মে-র মধ্যে তা দাঁড়ায় ১২ লক্ষে।