কমলকৃষ্ণ দে, পালশিট (বর্ধমান): রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্ধমান থেকে এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ।
এই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পালশিটের একটি হোটেল থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি।
অভিযোগকারীদের দাবি, রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে তাঁদের আস্থা অর্জন করে প্রতারকরা। ২০১৮ থেকে এই প্রতারণা-চক্র সক্রিয়।
অভিযোগ, রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আবেদনকারীদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এমনকী প্রশিক্ষণও চলে।
গতকাল পালশিটের ওই হোটেলে শপথবাক্য পাঠ করানোর কথা বলে কয়েকজনকে ডেকে ফের টাকা চাওয়া হয়। তখনই সন্দেহ হয় আবেদনকারীদের।
খবর পেয়ে হোটেলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় গাড়িচালক-সহ ৮ অভিযুক্তকে।
সাম্প্রতিককালে, ভুয়ো আমলা থেকে শুরু করে ভুয়ো সরকারি আধিকারিক, ভুয়ো দফতর থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন--- একের পর এক ভুয়ো কাণ্ডের পর্দাফাঁস হচ্ছে রাজ্যে।
গতমাসের শেষের দিকে এমনই চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার এক কর্মী সহ বেশ কয়েকজনকে।
চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগ নিউ মার্কেট থানায় দায়ের করেন পুরসভার এক আধিকারিক। তদন্তে নেমে পুলিশ সোমবার পুরসভার কর্মী, বউবাজারের বাসিন্দা রাজীব মল্লিককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, এরপর ধৃতকে জেরা করে খোঁজ মেলে তাঁর আরও ২ সহযোগীর। তাদের একজন নকল স্ট্যাম্প তৈরি করে দিতেন। আরেক জনের থেকে মেলে পুর কমিশনারের নামে জাল লেটারপ্যাড।
অভিযোগ, পুর কমিশনারের সই জাল করে পুরসভায় গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাতেন ধৃতরা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে এই তিনজনের কোনও যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
কলকাতা পুরসভার কমিশনারের সই জাল করে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ। কলকাতা পুরসভার এক কর্মী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার পুরসভার নকল স্ট্যাম্প, জাল লেটারহেড।