সন্দীপ সরকার, কলকাতা: এবার কোভিড বেড কমিয়ে নন কোভিড বেডের দিকে বেশি নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল। ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা হচ্ছে নন কোভিড। ৩ ও ৪ তলায় নন কোভিড চিকিৎসা শুরু করতে চলছে মেডিক্যাল কলেজে। আপাতত নন কোভিড সিসিইউ।
দশতলা ভবন। ধাপে ধাপে ফ্লোর। একেবারে ওপরের তলাটি কোভিড ওয়ার্ড। কলকাতা মেডিক্যাল ৬৬০টি কোভিড বেড। চিকিৎসাধীন ৪০-এর কিছু বেশি একইভাবে কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালেও নন কোভিড বেড বাড়াতে চায় স্বাস্থ্য দফতর। কারণ আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমছে।
এম আর বাঙ্গুর ৬৭০টির মধ্যে চিকিৎসাধীন ৪১। বেলেঘাটা আইডি ১৬৫টি বেডের মধ্যে চিকিৎসাধীন ১০ জন রোগী। নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউটে ৪২৫টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ৯ জন। এনআররএস ১১০টি বেডের মধ্যে চিকিৎসাধীন ২ জন।
উল্লেখ্য, করোনাকালে সরকার কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ করেছিল। কোভিড আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলে বেসরকারি হাসপাতাল থেকে কোভিড বেড কমাতে শুরু করেছিল রাজ্য সরকার। দফায় দফায় সেই বেড ছেড়ে দেয় স্বাস্থ্য দফতর। বর্তমানে আমরি ২২ টি বেডের মধ্যে ৮টিতে রোগী ভর্তি আছে। ডিসানে ৩০টি বেডের মধ্যে ২টি বেড আছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, চিকিৎসক ধীমান গাঙ্গুলি। তাঁর কথায়, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, না হলে নন কোভিড চিকিৎসা ব্যহত হত।