Live Updates: করোনা মোকাবিলার নিয়ে কাল বিকেল পাঁচটায় সার্ক দেশগুলির প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2020 08:27 PM
কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক না কেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য এক মঞ্চে আসছে ভারত-পাকিস্তান। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে পাকিস্তান। কাল বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্স।
আজ পঞ্জাবের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশগুলি থেকে আসা ৩৩৫ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল পর্যন্ত মোট ৬,০১১ জন যাত্রীর খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজ মেলেনি।’
সংক্রমণের আশঙ্কায় আজ মধ্যরাত থেকে পঞ্জাবের সব সিনেমা হল, জিম, সুইমিং পুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বর্ণমন্দির প্লাজাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংক্রমণের আশঙ্কায় আজ মধ্যরাত থেকে পঞ্জাবের সব সিনেমা হল, জিম, সুইমিং পুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বর্ণমন্দির প্লাজাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৃতদেহ থেকে ছড়ায় না করোনা ভাইরাস। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই ছড়ায় এই ভাইরাস। সংক্রমণের জন্য কাশি হওয়া জরুরি। তাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে, দেহ সৎকারের ক্ষেত্রে সংক্রমণের কোনও ঝুঁকি নেই।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, সেই অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। এই অনুষ্ঠানের পরবর্তী দিনের কথা ঘোষণা করা হবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪। এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার। তিনি আরও জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪,০০০ ব্যক্তি করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি উড়ানে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ মধ্যরাতে মুম্বইয়ে নামবে সেই উড়ান। অন্য একটি বিশেষ উড়ানে ইতালিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪। এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার। তিনি আরও জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪,০০০ ব্যক্তি করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি উড়ানে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ মধ্যরাতে মুম্বইয়ে নামবে সেই উড়ান। অন্য একটি বিশেষ উড়ানে ইতালিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪। এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার। তিনি আরও জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪,০০০ ব্যক্তি করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি উড়ানে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ মধ্যরাতে মুম্বইয়ে নামবে সেই উড়ান। অন্য একটি বিশেষ উড়ানে ইতালিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হবে।
সংক্রমণ ঠেকাতে হরিয়ানায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, ‘আমরা রাজ্যে সব রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মিছিল-মিটিং নিষিদ্ধ করে দিয়েছি। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে সেটি ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রাজ্যজুড়ে শপিং মলগুলি বন্ধ রাখার বিষয়ে এখনও আলোচনা হয়নি। তবে শপিং মলগুলিতে যাঁরা যাচ্ছেন, তাঁদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া এবং থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা উচিত। সব হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে। আমরা হাসপাতালগুলিতে ফ্লু কর্নারও তৈরি করার নির্দেশ দিয়েছি। আক্রান্তদের পৃথকভাবে রাখার জন্য কয়েকটি ভবনও চিহ্নিত করা হয়েছে।’
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত কুয়েত ও ইতালির সব উড়ান বাতিল করা হচ্ছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল ও শ্রীলঙ্কার উড়ানও বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত কুয়েত ও ইতালির সব উড়ান বাতিল করা হচ্ছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল ও শ্রীলঙ্কার উড়ানও বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।
ক্রেতাসুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুসারে সরকার এক নির্দেশিকা দিয়ে জানিয়েছে, আগামী ১০০ দিন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য করতে হবে। এর ফলে সাধারণ মানুষ যেমন সুলভ মূল্যে এই পণ্যগুলি পাবেন, তেমনই বাজারে এই পণ্যগুলি সরবরাহের ক্ষেত্রেও সমস্যা থাকবে না।’
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হবে চার লক্ষ টাকা। এমনই ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। যে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা করোনা আক্রান্তদের সেবা করছেন, তাঁদেরও মৃত্যু হলে পরিবার আর্থিক সহায়তা পাবে। করোনা ভাইরাসকে ঘোষিত বিপর্যয় হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: এবার আদালত চত্বরেও এসে পৌঁছল করোনার রেশ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ১৬ তারিখ থেকে শুধু জরুরি মামলা ছাড়া আর কোনও মামলার শুনানি করবে না তারা এবং কেবল দুপক্ষের আইনজীবীরাই এজলাসে থাকতে পারবেন। কাজ করবে শুধু ৬টি ডিভিশন বেঞ্চ, বাকি ৮টি বন্ধ থাকবে।

১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আধিকারিকরা প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বাসভবনে গিয়ে এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যেভাবে ভিড়ভাট্টা এড়ানোর কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নিত্যদিনের পরিস্থিতির প্রেক্ষিতে তার পর্যালোচনা করেন তাঁরা। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে করোনাকে মহামারী বলে ঘোষণা করেছে, তাতে আদালত চত্বর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক হয়, ভিড় যতটা সম্ভব এড়ানোর চেষ্টা যেমন হবে, তেমনই দেখা হবে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্তম্ভ যেন পুরোপুরি বন্ধ না হয়। সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাঁওকর এক বিবৃতিতে জানান, নির্দিষ্ট সংখ্যক বেঞ্চ যে মামলাগুলি জরুরি বলে মনে করবে, শুধু সেগুলিরই আপাতত শুনানি হবে।

আইনজীবী ছাড়া আর কেউ আদালতে ঢুকতেও পারবেন না, যদি না তাঁর আগমন চূড়ান্ত জরুরি হয়। আর সেই সব আইনজীবীই আদালতে থাকবেন যাঁরা সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর দিল্লি হাইকোর্টও জরুরি বৈঠকে বসে এ ব্যাপারে। তারাও জানায়, ১৬ তারিখ থেকে শুধু জরুরি মামলারই শুনানি হবে। একান্ত প্রয়োজন ছাড়া মামলায় যুক্ত কোনও পক্ষকেই আদালতে আসতে হবে না। দরকারে নেওয়া হবে ভিডিও কনফারেন্সের সাহায্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.