রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এবার মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে এক বাংলাদেশি (Bangladesh)। ৭  থেকে ৮ বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে ওই যুবক। অভিযোগ, মৃত আত্মীয়র নামে আধার কার্ড তৈরি করে সে। গতকাল লালগোলা থেকে গ্রেফতার করা হয়। 


পুলিশের জালে এক বাংলাদেশি: পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে বছর ২৮-এর ওই যুবক। বাংলাদেশের রাজশাহির বাসিন্দা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, অবৈধ ভাবে ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই যুবক। পরে কেরালায় কাজে যায়। পুলিশের দাবি, সেখানেই লালগোলার বাসিন্দা মৃত এক আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে সে। সোমবার সন্ধেয় লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। আধার কার্ডে ভুল থাকায় ওই বাংলাদেশি লালগোলার বালিতে অলিউল আলমের কাছে ঠিক করতে যায়। তাকে সহায়তা করার অভিযোগ ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই বাংলাদেশিকে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে জলঙ্গির বাসিন্দা শাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকেই লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তিনজনকেই ৫ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।


এদিকে রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে গ্রেফতার হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। বেঙ্গল STF সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গেছে। শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, নগদ ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, জাভেদ আহমেদ মুন্সি (৫৮) কাশ্মীরের এক জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। IED তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী, আল কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাভেদ। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জমমু-কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। ২০১১ সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। ২০১৫ সালে সে জামিন পায়। সূত্রের খবর, লস্কর-ই-তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সির। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Purulia Tiger Fear: রাইকা পাহাড়ের জঙ্গলে অবস্থান স্পষ্ট, বাগে আসছে না বাঘ