LIVE UPDATES: করোনায় দেশে বাড়ল মৃত্যু, মৃতের সংখ্যা ১,০৭৪
দিল্লির মতো মহারাষ্ট্রেও ৮০ শতাংশ আক্রান্তের মেলেনি কোনও উপসর্গ। জানালেন উদ্ধব ঠাকরে। প্লাজমা থেরাপিতে সাড়া করোনা আক্রান্তের, দাবি কেজরীবালের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 30 Apr 2020 09:13 AM
প্রেক্ষাপট
কলকাতা: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগিণীর মৃত্যু হল। ৫৩ বছরের ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন, ২৬ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগে বিদেশ যান তিনি,...More
কলকাতা: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগিণীর মৃত্যু হল। ৫৩ বছরের ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন, ২৬ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগে বিদেশ যান তিনি, ফিরে আসার পর চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারত। প্রথমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হতে থাকে। তাঁর মেয়ে ও এক চিকিৎসককে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।সপ্তাহখানেক আগে প্রথমে সর্দি জ্বরের কারণে তিনি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সেখান থেকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। রোগিণী যখন ভর্তি হন তখন তাঁর প্রবল শ্বাসকষ্ট ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, অন্যভাবেও সাপোর্ট দিয়ে সুস্থ করার চেষ্টা চলে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উত্তরবঙ্গের তিনিই প্রথম করোনা আক্রান্ত ছিলেন। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
করোনার জেরে দেশে বাড়ল মৃত্যু, মৃতের সংখ্যা ১,০৭৪। করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে ৩৩,০৫০। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,৩২৫ জন করোনায় মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪৩২ মহারাষ্ট্রে আক্রান্তর সংখ্যা প্রায় ১০ হাজার গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ দিল্লিতে মৃত্যু বেড়ে ৫৬
বৃহস্পতিবার সকালের খবর: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। ইতিমধ্যেই বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষের বেশি। তবে ১০ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন। করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। ওই দেশে ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। ইতালিতে মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ২ লক্ষের বেশি। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার। মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। ফ্রান্সে আক্রান্ত ১ লক্ষ ৬৬ হাজার। মৃত ২৪ হাজার। ব্রিটেনে ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। ওই দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার।
সিবিএসই-র দশম শ্রেণির বাকি পরীক্ষা বাতিল। উত্তর-পূর্ব দিল্লি ছাড়া সিবিএসই-র দশমের পরীক্ষা নয়।
সিবিএসই-র দশম শ্রেণির বাকি পরীক্ষা বাতিল। উত্তর-পূর্ব দিল্লি ছাড়া সিবিএসই-র দশমের পরীক্ষা নয়। এবিপি আনন্দকে জানালেন সিবিএসই-র সচিব। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে দশমের গ্রেড। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বাদশের বাকি পরীক্ষা। পরীক্ষা নেওয়া থেকে ফলপ্রকাশে লাগবে আড়াই মাস। জানালেন সিবিএসই-র সচিব অনুরাগ ত্রিপাঠী। পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফল প্রকাশ। ১০জুনের পর উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কী হবে? রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।
ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। অর্থাত্, মৃতের সংখ্যা হাজার ছাড়াল। আক্রান্ত ৩১ হাজারের বেশি। তবে এরই মধ্যে ৭৬৯৬ জন সুস্থ হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩১৮। মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরপরই গুজরাত। ওই রাজ্যে মৃতের সংখ্যা ১৮১। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৪৪। মধ্যপ্রদেশে আক্রান্ত ২ হাজার ৩৮৭। মৃত্যু হয়েছে ১২০ জনের। রাজস্থানে আক্রান্ত ২ হাজার ৩৬৪। ওই রাজ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে করোনায়। দিল্লিতে ৩ হাজার ৩১৪ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫৪ জনের। এরই মধ্যে করোনা আক্রান্ত অন্তঃসত্তাদের চিকিত্সার জন্য মহারাষ্ট্রের পুণেতে ২টি আলাদা হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রাজস্থানে ১৯ জন নতুন আক্রান্তের খবর হদিশ মিলেছে। আবার উত্তরাখণ্ডের হরিদ্বারে এক গ্রামে করোনা নিয়ে সমীক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা।গতকাল ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
লকডাউনের জেরে সিবিএসই-র দশম শ্রেণির বাকি পরীক্ষা হবে না। অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে গ্রেড দেওয়া হবে পড়ুয়াদের। জানিয়ে দিলেন সিবিএসই বোর্ডের সচিব। তিনি জানিয়েছেন, সিবিএসই-র দ্বাদশের যে সব পরীক্ষা বাকি রয়েছে সেগুলি নেওয়া হবে। তবে দ্বাদশের পরীক্ষ হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। দ্বাদশের পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ফলপ্রকাশ পর্যন্ত সময় লাগবে আড়াই মাস।
দিল্লিতে করোনায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের। আক্রান্ত একটি ব্যাটেলিয়নের ৪৬ জন জওয়ান।পূর্ব দিল্লির ময়ূর বিহারে ৩১ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়নের ছড়িয়েছে করোনার প্রকোপ। গতকালই করোনা আক্রান্ত ওই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। যে জওয়ানের মৃত্যু হয়েছে তিনি অসমের বাসিন্দা। তাঁর ডায়াবেটিস ও রক্তচাপের সমস্যা ছিল। সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
লকডাউন কার্যকর করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। গতকাল তাণ্ডা থানা এলাকায় রাস্তায় লকডাউন অমান্য করে অনেক মানুষ ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ। তাঁদের বাড়ি ফিরে যেতে বলা হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের ওপর চড়াও হন। ওই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। অর্থাত্, মৃতের সংখ্যা হাজার ছাড়াল। আক্রান্ত ৩১ হাজারের বেশি। তবে এরই মধ্যে ৭৬৯৬ জন সুস্থ হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩১৮। মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরপরই গুজরাত। ওই রাজ্যে মৃতের সংখ্যা ১৮১। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৪৪। মধ্যপ্রদেশে আক্রান্ত ২ হাজার ৩৮৭। মৃত্যু হয়েছে ১২০ জনের। রাজস্থানে আক্রান্ত ২ হাজার ৩৬৪। ওই রাজ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে করোনায়। দিল্লিতে ৩ হাজার ৩১৪ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫৪ জনের।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষের বেশি। তবে এর মধ্যেই সুস্থ হয়েছেন সাড়ে ৯ লক্ষের বেশি আক্রান্ত। করোনার প্রকোপে আমেরিকার অবস্থা ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ২৭ হাজার। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে ২৩ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষের বেশি। তবে এর মধ্যেই সুস্থ হয়েছেন সাড়ে ৯ লক্ষের বেশি আক্রান্ত। করোনার প্রকোপে আমেরিকার অবস্থা ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ২৭ হাজার। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে ২৩ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষের বেশি। তবে এর মধ্যেই সুস্থ হয়েছেন সাড়ে ৯ লক্ষের বেশি আক্রান্ত। করোনার প্রকোপে আমেরিকার অবস্থা ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ২৭ হাজার। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে ২৩ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষের বেশি। তবে এর মধ্যেই সুস্থ হয়েছেন সাড়ে ৯ লক্ষের বেশি আক্রান্ত। করোনার প্রকোপে আমেরিকার অবস্থা ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ২৭ হাজার। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে ২৩ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৯৪ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের। ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৯৭৪। এখন চিকিৎসা চলছে ২২,০১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,০২৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। আজ এমনই জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। এই নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯,৪৩৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৪ জন। ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ২৩.৩ শতাংশ। করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে উন্নতি করছে ভারত।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। এই নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯,৪৩৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৪ জন। ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ২৩.৩ শতাংশ। করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে উন্নতি করছে ভারত।
প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষা করা হলেও, এই পদ্ধতিতে পরীক্ষা করা যাবে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্লাজমা থেরাপি সত্যিই কাজে দেয় কি না, সে বিষয়ে সারা দেশে গবেষণা চালাচ্ছে আইসিএমআর। এমনই জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।
প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষা করা হলেও, এই পদ্ধতিতে পরীক্ষা করা যাবে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্লাজমা থেরাপি সত্যিই কাজে দেয় কি না, সে বিষয়ে সারা দেশে গবেষণা চালাচ্ছে আইসিএমআর। এমনই জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।
‘আমরা মে-র মধ্যেই ভারতে আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করতে পারব। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে আমরা ৩১ মে-র মধ্যে রোজ এক লক্ষ পরীক্ষার লক্ষ্যপূরণ করতে পারব, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।’
‘আমরা মে-র মধ্যেই ভারতে আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করতে পারব। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে আমরা ৩১ মে-র মধ্যে রোজ এক লক্ষ পরীক্ষার লক্ষ্যপূরণ করতে পারব, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।’
‘আমরা মে-র মধ্যেই ভারতে আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করতে পারব। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে আমরা ৩১ মে-র মধ্যে রোজ এক লক্ষ পরীক্ষার লক্ষ্যপূরণ করতে পারব, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।’
‘আমরা মে-র মধ্যেই ভারতে আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করতে পারব। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে আমরা ৩১ মে-র মধ্যে রোজ এক লক্ষ পরীক্ষার লক্ষ্যপূরণ করতে পারব, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।’
লকডাউনের মধ্যেই মোদির রাজ্যে হিরে কারখানায় শ্রমিকদের জোর করে কাজ করানোর অভিযোগ। সুরাতের হিরে কারখানার শ্রমিকদের অভিযোগ, লকডাউন অমান্য করে তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছিল। বাড়ি ফিরতে চাওয়ার দাবিতে এদিন সকালে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় হাজারখানেক শ্রমিক। কারখানার অফিস লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুম্বইয়ে ৫৫ ঊর্ধ্ব পুলিশ কর্মীদের বাড়িতে থাকার পরামর্শ পুলিশ কমিশনারের। সম্প্রতি করোনা সংক্রমণে মুম্বই পুলিশের তিন কর্মীর মৃত্যু হয়। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখেই এই পরামর্শ।
চিনের রাজধানী বেজিংয়ে বন্ধ করা হল করোনা হাসপাতাল। ওই হাসপাতালে ভর্তি সমস্ত রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এই সিদ্ধান্ত, দাবি চিনা প্রশাসনের। যদিও চিনে নতুন করে করোনা আক্রান্ত ৬ জন। উপসর্গহীন ৪০ জনের শরীরেও মিলেছে ভাইরাস।
করোনা নিয়ে ফের চিনকে হুঁশিয়ারি ট্রাম্পের। করোনা সংক্রমণ নিয়ে বিশদে তদন্ত হবে, জানাল মার্কিন প্রশাসন। নোভেল করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়ায় এর আগে চিনের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে জার্মান প্রশাসন। ট্রাম্প সরকারও সেই পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
চিনের রাজধানী বেজিংয়ে বন্ধ করা হল করোনা হাসপাতাল। ওই হাসপাতালে ভর্তি সমস্ত রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এই সিদ্ধান্ত, দাবি চিনা প্রশাসনের। যদিও চিনে নতুন করে করোনা আক্রান্ত ৬ জন।উপসর্গহীন ৪০ জনের শরীরেও মিলল ভাইরাস।
গ্রেটার নয়ডায় ৪ মাসের মৃত শিশুর বাবার শরীরে মিলল করোনা সংক্রমণ। ২ দিন আগে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় শিশুটিকে। গতকাল শিশুটির বাবার রিপোর্ট পজিটিভ আসে।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। মোট আক্রান্ত ৮ হাজার ৫৯০। গুজরাতে মৃত বেড়ে ১৬২। আক্রান্ত ৩ হাজার ৫৪৮। মধ্যপ্রদেশে মৃত্যু ১১০ জনের। আক্রান্ত ২ হাজার ১৬৮। দিল্লিতে মৃতের সংখ্যা ৫৪। আক্রান্ত ৩ হাজার ১০৮ জন। রাজস্থানে মৃত ৪৬। আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬২।
করোনা আক্রান্ত সন্দেহে মৃত বৃদ্ধার শেষকৃত্যে বাধা। রণক্ষেত্র পঞ্জাবের আম্বালা ক্যান্টনমেন্ট এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি পুলিশের। লাঠিচার্জও করা হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৪৩৩ জনের। আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৬২ হাজার ৫৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯ লক্ষ ২১ হাজার ২০৭ জন।
আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রবিবার একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩০ জনের। মোট মৃত্যু ৫৬ হাজার ৭৯৬। আক্রান্ত ১০ লক্ষ ১০ হাজার ১২৩। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭৭ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৯৯ হাজার ৪১৪। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ৫২১। সংক্রমিত ২ লক্ষ ২৯ হাজার ৪২২ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২৩ হাজার ২৯৩। আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৮৪২। ব্রিটেনে মৃত ২১ হাজার ৯২। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার ১৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড মৃত্যু, একদিনে প্রাণ হারালেন ৬০জন
ভারতে করোনায় মৃত ৮৮৬, আক্রান্ত ২৮ হাজার ৩৮০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড মৃত্যু। একদিনে করোনায় দেশে মৃত ৬০। ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৬৩ জনের সংক্রমণ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩৬২ জন। ‘সুস্থতার হার এই মুহূর্তে ২২.১৭ শতাংশ’। ‘গত ১৪দিনে ৮৫ জেলায় নতুন করে সংক্রমণ হয়নি’। ‘গত ২৮দিনে ১৬ জেলায় নতুন করে সংক্রমণ নেই’। ‘প্রধানমন্ত্রী রেড জোনগুলিতে বিশেষ নজর দিতে বলেছেন’। ‘দ্রুত রেড জোন থেকে গ্রিন জোনে ফিরতে হবে’। ‘করোনা নিয়ে ভুল তথ্য ও গুজব ছড়ানো যাবে না’। ‘যাঁরা সেরে উঠেছেন, তাঁদের দ্বারা সংক্রমিত হওয়ার ভয় নেই’। ‘বরং তাঁদের প্লাজমা দিয়ে করোনা চিকিৎসা সম্ভব’। ‘গত ৭দিনে পুণেতে দ্বিগুণ করোনা-সংক্রমণ’।
ভারতে করোনায় মৃত ৮৭২, আক্রান্ত ২৭ হাজার ৮৯২। দেশে করোনায় সুস্থতার হার ক্রমশ বাড়ছে। সুস্থতার হার এই মুহূর্তে ২২.১৭ শতাংশ। গত ১৪ দিনে ৮৫ জেলায় নতুন করে সংক্রমণ হয়নি। গত ২৮দিনে ১৬ জেলায় নতুন করে সংক্রমণ নেই। প্রধানমন্ত্রী রেড জোনগুলিতে বিশেষ নজর দিতে বলেছেন। দ্রুত রেড জোন থেকে গ্রিন জোনে ফিরতে হবে। করোনা নিয়ে ভুল তথ্য ও গুজব ছড়ানো যাবে না। যাঁরা সেরে উঠেছেন, তাঁদের দ্বারা সংক্রমিত হওয়ার ভয় নেই। বরং তাঁদের প্লাজমা দিয়ে করোনা চিকিৎসা সম্ভব। গত ৭দিনে পুণেতে দ্বিগুণ করোনা-সংক্রমণ।
আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, লকডাউন করা কার্যকর হয়েছে। তাই অন্যান্য দেশের তুলনায় ভারতের হাল এখন ভাল। প্রধানমন্ত্রী, আবারও বলেন, ভারতে লকডাউন শুরুর আগে, অন্যান্য অনেক দেশের সঙ্গে পরিস্থিতি একইরকম ছিল, কিন্তু ঠিক সময় লকডাউন শুরু করার জন্যই পরিস্থিতি অনেকটাই ভাল এদেশে। তিনি জানান, দেশের করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলেও, ভাবাচ্ছে হটস্পটগুলি। ওই সব এলাকায় এখনও সংক্রমণের হার বাড়ছে। তাই সেইসব এলাকায় আরও কড়া করতে হবে লকডাউনের নিয়মকানুন।
লকডাউন কি চলবে? সূত্রের খবর অনুসারে, তা ঠিক হবে ২৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে। আগামী কয়েকমাস ধরেই করোনার প্রভাব জনজীবনে থাকবে, মাস্ক বা ফেস কভারে অভ্যস্ত হয়ে উঠতে হবে, বলেন প্রধানমন্ত্রী। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীদের বলেন, রাজ্যের রেডস্পটগুলিকে অরেঞ্জ স্পটে ও পরে গ্রিন জোনে রূপান্তরিত করাই হতে হবে রাজ্যগুলির লক্ষ্য।
কেন্দ্র, রাজ্য ও ডাক্তাররা এই পরিস্থিতিতে দারুণ কাজ করেছে। ইউরোপ, আমেরিকার দিকে তাকালে বোঝা যাবে, আমরা অনেক উন্নতি করেছি করোনা পরিস্থিতিতে। ভবিষ্যতে ভারত হয়ত রোল মডেল হয়ে উঠবে এই ক্ষেত্রে। বললেন অধীর চৌধুরী।
লকডাউন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকরী প্রমাণ হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতকে আরও ভাল অবস্থানে পৌঁছতে সহায়তা করেছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেছেন, প্রধানমন্ত্রী। দাবি সূত্রের।
৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগে আজ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর। দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়েও চলছে জল্পনা। বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ না দিলেও লিখিত দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। কেরলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেবেন মুখ্যসচিব।
কী কী বিষয় উঠে আসতে পারে আজকের বৈঠকে - বিশেষজ্ঞদের মতে,
- ধাপে ধাপে লকডাউন তোলার বিষয়ে আলোচনা হতে পারে।
- বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা হওয়ার সম্ভাবনা।
- করোনা সংক্রমণ রুখতে দ্রুত টেস্ট করানোর বিষয়টিও আলোচ্য বিষয় হতে পারে।
রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পর ইঙ্গিত, দেশজুড়ে পুরোপুরি লকডাউন নাও উঠতে পারে৷ সে ক্ষেত্রে গ্রিন জোনগুলিতে কিছু কিছু নিয়ম শিথিল করা হতে পারে বলে ধারণা৷ এর আগে ২০ এপ্রিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান খোলারও অনুমতি দেওয়া হয় । তাই লকডাউন তোলার ব্যাপারে তৈরি হতে পারে ব্লু-প্রিন্ট, কথা হতে পারে ভিডিও কনফারেন্সে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা শনিবার একটি বৈঠক করেন। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব অথবা স্বরাষ্ট্রসচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা, বিভিন্ন জেলা আধিকারিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, এবং বিদেশসচিব। সূত্রের খবর, আলোচনা হয়, পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো নিয়ে। বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি ও লকডাউন কীভাবে মানা হচ্ছে সেই বিষয়েও আলোচনা হয়।
৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগে আজ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর। দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়েও চলছে জল্পনা। বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ না দিলেও লিখিত দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। কেরলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেবেন মুখ্যসচিব।
কী কী বিষয় উঠে আসতে পারে আজকের বৈঠকে - বিশেষজ্ঞদের মতে,
- ধাপে ধাপে লকডাউন তোলার বিষয়ে আলোচনা হতে পারে।
- বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা হওয়ার সম্ভাবনা।
- করোনা সংক্রমণ রুখতে দ্রুত টেস্ট করানোর বিষয়টিও আলোচ্য বিষয় হতে পারে।
রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পর ইঙ্গিত, দেশজুড়ে পুরোপুরি লকডাউন নাও উঠতে পারে৷ সে ক্ষেত্রে গ্রিন জোনগুলিতে কিছু কিছু নিয়ম শিথিল করা হতে পারে বলে ধারণা৷ এর আগে ২০ এপ্রিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান খোলারও অনুমতি দেওয়া হয় । তাই লকডাউন তোলার ব্যাপারে তৈরি হতে পারে ব্লু-প্রিন্ট, কথা হতে পারে ভিডিও কনফারেন্সে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা শনিবার একটি বৈঠক করেন। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব অথবা স্বরাষ্ট্রসচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা, বিভিন্ন জেলা আধিকারিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, এবং বিদেশসচিব। সূত্রের খবর, আলোচনা হয়, পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো নিয়ে। বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি ও লকডাউন কীভাবে মানা হচ্ছে সেই বিষয়েও আলোচনা হয়।
করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর। দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
করোনায় ভারতে মৃত ৮৭২। আক্রান্ত ২৭ হাজার ৮৯২। করোনা সংক্রমণ-মুক্ত ৬ হাজার ১৮৫। আশার কথা, করোনা-মুক্ত দেশের ৩০০টি জেলা। ২৯৭টি জেলা নন-হটস্পট ও ১২টি জেলা গ্রিন জোন বলে চিহ্নিত।
এখনও মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। মোট আক্রান্ত ৮ হাজার ৬৮। গুজরাতে মৃত বেড়ে ১৫১। আক্রান্ত ৩ হাজার ৩০১। মধ্যপ্রদেশে মৃত্যু ১০৩ জনের। আক্রান্ত ২ হাজার ৯৬। দিল্লিতে মৃতের সংখ্যা ৫৪। আক্রান্ত ২ হাজার ৯১৮ জন। রাজস্থানে মৃত ৩৩। আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৫।
অন্যদিকে, দিল্লির রোহিণী এলাকায় বি আর অম্বেডকর হাসপাতালে করোনা আক্রান্ত ২৯ জন। এদের মধ্যে ৪ জন উপসর্গহীন। আক্রান্তদের মধ্যে রয়েছেন হাসপাতালের চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরাও। মোট ১৪০ জনের নমুনা পরীক্ষা। পাশাপাশি, দিল্লিরই হিন্দু রাও হাসপাতালে ফের চালু হল ক্যাজুয়াল্টি ও জরুরি বিভাগ। ফ্লু ক্লিনিক ছাড়াও কাজ শুরু হল স্ত্রীরোগ, পেডিয়াট্রিক ও মেডিসিন বিভাগের আউটডোরে। করোনা সংক্রমণের জেরে গতকাল বন্ধ করে দেওয়া হয় ওই হাসপাতাল।
ওড়িশার বালাসোর জেলায় নতুন করে ৫ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
আমেরিকায় করোনা উদ্বেগের মধ্যেই আশার আলো। নিউ ইয়র্কে কমছে মৃত্যুর হার। গত একমাসে এই প্রথম একদিনে মৃত্যু হয়েছে চারশোরও কম মানুষের। এর আগে নিউ ইয়র্কে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছ প্রায় ৮০০ জনের।
করোনায় আমেরিকার পরেই ইতালিতে মৃতের সংখ্যার সবথেকে বেশি। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জিওসেপ কঁতে। ৪ মে থেকে খুলবে কলকারখানা। উত্পাদন ও নির্মাণ শিল্পে শুরু হবে কাজ, চালু হবে পাইকারি বাজার। খুব শীঘ্রই পার্ক, হোটেল-রেস্তোরাঁ, পানশালা খুলে দেওয়ার ভাবনা।
স্পেনে করোনায় মৃত্যু হার কমছে। ৫ সপ্তাহ পর রবিবার সবথেকে কম মৃত্যু।কমছে আক্রান্তের হারও।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬ হাজার ৯৭৩ জনের। আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৪ হাজার ৪৩৬। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৭৮ হাজার ৭০৭ জন। আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৩ জনের। আক্রান্ত ৯ লক্ষ ৮৭ হাজার ১৬০। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৯৭ হাজার ৬৭৫। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ১৯০। সংক্রমিত ২ লক্ষ ২৬ হাজার ৬২৯ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২২ হাজার ৮৫৬। আক্রান্ত ১ লক্ষ ৬২ হাজার ১০০। ব্রিটেনে মৃত ২০ হাজার ৭৩২। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৪০ জন।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬ হাজার ৯৭৩ জনের। আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৪ হাজার ৪৩৬। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৭৮ হাজার ৭০৭ জন। আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৩ জনের। আক্রান্ত ৯ লক্ষ ৮৭ হাজার ১৬০। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৯৭ হাজার ৬৭৫। স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ১৯০। সংক্রমিত ২ লক্ষ ২৬ হাজার ৬২৯ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২২ হাজার ৮৫৬। আক্রান্ত ১ লক্ষ ৬২ হাজার ১০০। ব্রিটেনে মৃত ২০ হাজার ৭৩২। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৪০ জন।
কাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী
কাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে লকডাউন তোলা যেতে পারে, তা কতটা বাস্তবসম্মত বা সেই পরিস্থিতি রয়েছে কি না, তা নিয়ে হতে পারে আলোচনা। লকডাউন চলাকালীন মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটা হবে মোদির তৃতীয় বৈঠক।
করোনা রুখতে প্রয়োজন র্যা নডম টেস্ট। র্যা নডম টেস্টের পক্ষেই সায় বিশেষজ্ঞদের। ৪০ হাজার থেকে বাড়িয়ে দৈনিক এক লক্ষ টেস্ট হলেই রোখা যাবে সংক্রমণ। দৈনিক ১ লক্ষ টেস্টের জন্য প্রয়োজনীয় কিট আছে। দ্রুত পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী, দাবি রাহুল গাঁধীর
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পার করল ২৬ হাজার, মৃত ৮২৪
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার পার করল। বর্তমানে তা ২৬,৪৯৬। একদিনে দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন এই সংক্রমণে শনিবার। মৃতের সংখ্যা পার করল ৮০০। বর্তমানে কোভিড-১৯ সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৮২৪ জন। গতকাল মারা গিয়েছেন ৪৩ জন। মূলত, মহারাষ্ট্র ও গুজরাতে সবচেয়ে বেশি নতুন করে মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এই দুই জায়গায় শনিবার ১,০৬৭ জন আক্রান্ত হয়েছেন। গোটা দেশে এই সংখ্যা ১,৮৩৪। মহারাষ্ট্রে গতকাল আক্রান্ত হয়েছেন ৮১১ জন। তার মধ্যে আবার মুম্বইতে আক্রান্তের সংখ্যা ৬০২ জন। গত ৪ দিনে, দেশে প্রায় ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর আগে, ১৫ থেকে ২০ হাজার পৌঁছতে সময় লেগেছিল তিনদিন।
'ইমিউনটি পাসপোর্ট' তত্ত্বের প্রবল বিরোধিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
যে সকল কোভিড-১৯ আক্রান্ত রোগীরা চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন,দ্বিতীয়বার এই সংক্রমণ তাঁদের শরীরে হানা দেবে না, এমন কোনও নিশ্চিত প্রমাণ নেই। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ট্যুইটারে হু জানিয়েছে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই যা থেকে বলা যায় যে, যে সব কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হওয়া রোগীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাঁরা পুনরায় এই সংক্রমণে আক্রান্ত হবেন না। এই নিয়ে এখনও অনেক গবেষণা প্রয়োজন। যে কারণে, 'ইমিউনটি পাসপোর্ট' তত্ত্বের প্রবল বিরোধিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, বিভিন্ন দেশে মানুষের সামনে 'ইমিউনটি পাসপোর্ট' বা 'রিস্ক-ফ্রি সার্টিফিকেট' এর তত্ত্ব তুলে ধরা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। হু-এর মতে, সুস্থ হওয়া ব্যক্তিরা যদি এখনই এই তত্ত্বের ভিত্তিতে কাজে যোগ দেন, তাহলে পুনরায় তাঁরা সংক্রমিত হতে পারেন।
দেশে ৭৭৯ করোনা আক্রান্তের মৃত্যু, বিশ্বে মৃতের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ২৬৯
ভারতে ৭৭৯ জন করোনা আক্রান্তের মৃত্যু। আক্রান্ত ২৪ হাজার ৯৪২। সংক্রমণ-মুক্ত ৫২১০। মৃত্যুর হার কমছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। অন্যদিকে, নোভেল করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩ হাজার ২৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ২০ হাজার ৮৯৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৩৬ হাজার ৬৮৩ জন। আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। শনিবার একদিনে সেখানে মৃত্যু হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। মোট মৃত্যু ৫৪ হাজার ২৫৬ জনের। আক্রান্ত ৯ লক্ষ ৬০ হাজার ৬৫১। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৯৫ হাজার ৩৫১। স্পেনে মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২। সংক্রমিত ২ লক্ষ ২৩ হাজার ৭৫৯ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২২ হাজার ৬১৪। আক্রান্ত ১ লক্ষ ৬১ হাজার ৪৮৮। ব্রিটেনে মৃত ২০ হাজার ৩১৯। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৩৭৭ জন।
লাগাতার লক ডাউনের জেরে দেশজুড়ে গভীর অর্থনৈতিক সঙ্কট উদ্বেগের। এই পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পকে বাঁচিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর বিষয়ে ৫টি পরামর্শ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তাঁর পাঁচ পরামর্শের মধ্যে প্রথমেই বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে বাঁচাতে এখনই ১ লক্ষ কোটির একটি সুরক্ষা প্যাকেজের ঘোষণা করুক কেন্দ্র। সেইসঙ্গে ওইসব শিল্প সংস্থাগুলিকে প্রয়োজনে পুঁজির জোগান দিতে ১ লক্ষ কোটির আর একটি ক্রেডিট ফান্ডও তৈরি করা উচিত কেন্দ্রের।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষের বেশি। তবে সুস্থ হয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ। আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে মৃত্যু হয়েছে ৫২ হাজারের বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্পেনে মৃত্যু হয়েছে ২২ হাজার জনের। ফ্রান্সে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ১৯ হাজার
মধ্য প্রদেশের জব্বলপুরের শহরের পুলিশ সুপার রোহিত কেশভানি করোনা পজিটিভ। ইন্দোরে ২ মহিলা চিকিৎসকের ওপর হামলায় অভিযুক্ত জাভেদ খানের সংস্পর্শে আসেন তিনি। একটি মহল্লায় চিকিৎসা করতে যাওয়া ওই দুই চিকিৎসকের ওপর এলাকার মানুষ ইট পাথর নিয়ে হামলা চালায়, অভিযোগ, জাভেদও ছিল সেই দুষ্কৃতীদের মধ্যে। ভাইরাল হয়ে যায় ঘটনার ভিডিও।
লকডাউনের একমাস পেরোতেই কিছুটা স্বস্তির পদক্ষেপ কেন্দ্রের। শর্তসাপেক্ষে আজ থেকে খুলছে দেশের বিভিন্ন রাজ্যে দোকান। নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শপিং মল ছাড়া গ্রামীণ এলাকায় বাকি সব জায়গায় আজ থেকে দোকান খোলা যাবে। শহরে পাড়া, আবাসন এলাকায় দোকান খোলা যাবে। তবে শহরে শপিং মল, মার্কেট কমপ্লেক্সে দোকান খোলা রাখা যাবে না। ই-কমার্স সংস্থাগুলি আগের মতোই শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করতে পারবে। মদ বিক্রি করা যাবে না। তবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, সংক্রমিত এলাকায় খোলা যাবে না দোকান। শপিং মল আগের মতোই বন্ধ থাকবে। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতার দোকান খুলবে সংক্রমণমুক্ত এলাকায়। সংক্রমিত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে কোনও দোকান খোলা যাবে না। দোকানে ৫০ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। যে সব জায়গায় দোকান খুলবে, সেখানেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
দেশে করোনার প্রকোপ এখন সীমিত এবং অনেকটাই নিয়ন্ত্রণে: কেন্দ্র
দেশে করোনাভাইরাসের প্রকোপ এখন সীমিত এবং অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে, দেশের জ্বর বা ঠাণ্ডা সম্পর্কিত ওষুধের ব্যবহার অস্বাভাবিক বৃদ্ধি পায়নি। এমনটাই জানাল কেন্দ্র। এদিন নীতি আয়োগের সদস্য ভি কে পল বলেন, আমাদের রুটিন নজরদারি বলছে, নিউমোনিয়া বা জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়নি। হাসপাতালের বাইরে দীর্ঘ লাইন নেই। আইসিইউ-তে ভিড় নেই।
ত্রুতিপূর্ণ টেস্ট কিট যে দেশ থেকে আমদানি করা হয়েছে, সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, চিন হোক বা অন্য কোনও দেশ-- ত্রুটিপূর্ণ টেস্ট কিট হলেই ফেরত পাঠানো হবে। তিনি যোগ করেন, এখনও ভারত ওই কিটের জন্য এক নয়া পয়সাও খরচ করেনি। পুরোটাই ক্রেডিটে নেওয়া হয়েছে। ফলে, ফেরত গেলেও ভারতের আর্থিক ক্ষতি হবে না।
করোনা থেকে সেরে উঠলে ব্লাড প্লাজমা দিন, আবেদন কেজরীবালের
করোনা থেকে সুস্থ হয়ে উঠলে ব্লাড প্লাজমা দান করুন। শুক্রবার এমনই আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি কার্যকর হতে পারে বলে মত অধিকাংশ বিশেষজ্ঞের। সেক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগী, যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাঁদের প্লাজমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
লকডাউনে বাড়ির বাইরে, উত্তরকাশীতে এফআইআর ৬ মাস ও ৩ বছর বয়সী দুই শিশুর বিরুদ্ধে
উত্তরকাশীতে লকডাউন ভাঙায় মোট ৫১জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। এফআইআর দায়ের করা হয়েছে, ৬ মাস ও ৩ বছর বয়সী দুই শিশুর বিরুদ্ধেও! উত্তরকাশীর জেলাশাসক বলেছেন, ‘৮ বছরের কম বয়সী কারও বিরুদ্ধে এফআইআর করা যায় না। কী করে দুই শিশুর বিরুদ্ধে এফআইআর হল, তার তদন্ত করা হবে।’
করোনামুক্ত ত্রিপুরা, ঘোষণা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
ত্রিপুরা করোনামুক্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেছেন, ‘দ্বিতীয় আক্রান্ত রোগী এখন সুস্থ। গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন মাত্র দুজন। একজন আগেই সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় আক্রান্তের রিপোর্ট বেশ কয়েকবার নেগেটিভ আসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
গুজরাতের বঢোদরায় সেনাবাহিনীর ৩ জওয়ানের শরীরে পাওয়া গেল করোনার জীবাণু। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ওই তিনজনের সংস্পর্শে আসা সকলকেই।
করোনার জেরে দেশে বাড়ল মৃতের সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৭০০। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৭১৮। দেশজুড়ে করোনা-আক্রান্তর সংখ্যাও। করোনা-আক্রান্তর সংখ্যা পেরলো ২৩ হাজার। দেশে করোনা-আক্রান্তর সংখ্যা ২৩, ০৭৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৭৪৯। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২৮৩। মৃতের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে গুজরাত। সেখানে মৃতের সংখ্যা ১১২।
করোনার জেরে দেশে বাড়ল মৃতের সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৭০০। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৭১৮। দেশজুড়ে করোনা-আক্রান্তর সংখ্যাও। করোনা-আক্রান্তর সংখ্যা পেরলো ২৩ হাজার। দেশে করোনা-আক্রান্তর সংখ্যা ২৩, ০৭৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৭৪৯। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২৮৩। মৃতের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে গুজরাত। সেখানে মৃতের সংখ্যা ১১২।
করোনার জেরে দেশে বাড়ল মৃতের সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৭০০। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৭১৮। দেশজুড়ে করোনা-আক্রান্তর সংখ্যাও। করোনা-আক্রান্তর সংখ্যা পেরলো ২৩ হাজার। দেশে করোনা-আক্রান্তর সংখ্যা ২৩, ০৭৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৭৪৯। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২৮৩। মৃতের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে গুজরাত। সেখানে মৃতের সংখ্যা ১১২।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ছাড়াল। আক্রান্ত ২৭ লক্ষের বেশি। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষের বেশি মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। ইউরোপের মধ্যে ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্পেনে মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। ফ্রান্সে মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। ব্রিটেনে ১৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।
১৫ হাজার থেকে ৫ লক্ষ, একমাসে ভারতের করোনা-পরীক্ষার হার বৃদ্ধি ৩৩ গুণ
গত একমাসে ভারতে করোনা টেস্টিংয়ের পরিমাণ একলাফে ৩৩ গুণ বেড়ে গিয়েছে। এমনটাই জানাল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, গত ২৩ মার্চ, ভারতে প্রায় ১৫ হাজারের মতো পরীক্ষা হয়েছিল। এপ্রিল ২২ তারিখ সেই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে।
৭৮টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ আক্রান্ত হননি, জানাল স্বাস্থ্যমন্ত্রক
ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ১৯ শতাংশ। গত ২৮ দিনে দেশের ১২টি জেলা থেকে নতুন কোনও আক্রান্তের খবর মেলেনি। এছাড়া, দেশে আরও ৭৮টি জেলা রয়েছে যেখানে গত ১৪ দিনে নতুন করে কেউ আক্রান্ত হননি। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৬৮১ জনের। তবে এরই মধ্যে ৪ হাজারের বেশি মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। দেশের মধ্যে মৃত্যুর সংখ্যা সবেচেয়ে বেশি মহারাষ্ট্রে। ওই রাজ্যে ২৬৯ জন কররোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। গুজরাতে সম্প্রতি ভয়াবহভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণ। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। আক্রান্ত ২ হাজার ৪০৭ জন। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৮০ জনের। ১ হাজার ৫৯২ জন আক্রান্ত। দিল্লিতে মৃত ৪৮। আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪৮। রাজস্থানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯০। মৃত্যুর সংখ্যা ২৭।
এদিকে, উত্তরপ্রদেশের মোরাদাবাদে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগে ধৃতদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই কারণে ওই অভিযুক্তদের সংস্পর্শে আসা ৭৩ জন পুলিশ কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বিশ্বজুড়ে মৃত ১ লক্ষ ৮৪ হাজারের বেশি, আক্রান্ত ২৬ লক্ষাধিক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়েছে। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষের বেশি মানুষ। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, খুব দ্রুত যে করোনার থেকে নিষ্কৃতি মিলবে এমনটা নয়। বরং এর প্রকোপ দীর্ঘদিন চলতে পারে। শুধু লকডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখলেই যে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই মিলবে, তেমন নিশ্চয়তা দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গোটা বিশ্বের মধ্যে আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ । সেখানে এখনও পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারপরই আছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্পেনে মৃত্যু হয়েছে ২১ হাজারের বেশি মানুষের। ফ্রান্সে মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। ব্রিটেনে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবে আমেরিকার সরকারি সূত্রে বলা হচ্ছে, সেখানে বিপদ যে আগামী কয়েক মাসে কাটবে, তা নয়। বরং শীতের সময় আরও জটিল আকারে করোনা হানা দিতে পারে আমেরিকায়। পোষ্য বিড়ালের মধ্যেও আমেরিকায় করোনা সংক্রমণ ঘটেছে। নিউ ইয়র্কে ২টি পোষ্য বিড়ালের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে। আমেরিকায় পোষ্যের মধ্যে এই প্রথম করোনা সংক্রমণ ঘটল।
৩ মে লকডাউন শেষ হলেই আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যাতে নিজ নিজ রাজ্যে ফিরতে পারেন, তার জন্য মুম্বই ও পুণে থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে অনুরোধ করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এদিনই গয়ালকে এই মর্মে একটি চিঠি লেখেন পওয়ার। সেখানে তিনি বলেন, মহারাষ্ট্রের বিভিন্ন কোণায় ভিনরাজ্যের প্রচুর শ্রমিক আটকে রয়েছেন। তাঁরা সকলেই নিজ রাজ্যে যেতে চান। লকডাউন শেষ হলেই বিশাল সংখ্যক শ্রমিক ফের এক জায়গায় জড়ো হবেন। ফের একবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তা যাতে না হয়, তার জন্য রেলের উচিত বিশেষ ট্রেন চালানো।
লকডাউনের প্রথম পর্যায়ে ১২ কোটি মানুষ চাকরি খুইয়েছেন। দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দলীয় কর্মসমিতির বৈঠকে এ কথা বলেছেন সনিয়া। দেশের অর্থনৈতিক কাজকর্ম পুরোপুরি থমকে গিয়েছে, ফলে বেকারত্ব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। স্থগিত পরবর্তী ২ কিস্তির মহার্ঘ ভাতাও, ১ জুলাই, ২০২০-র প্রাপ্য ডিএ স্থগিত। বর্ধিত ডিএ পাবেন না অবসরপ্রাপ্ত কর্মীরাও।
করোনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ তারিখ হবে এই ভিডিও কনফারেন্স। জানা গিয়েছে, ৩ মে দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার পর করণীয় নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ২০৪৭১ জন সংক্রমিত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ৬৫২ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সেরে উঠেছেন ৩৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন, রোগ ধরা পড়েছে ১৪৮৬ জনের শরীরে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে ১৯ জন মহারাষ্ট্রের বাসিন্দা, ১৮ জন গুজরাতের। ৪ জন মধ্য প্রদেশের, ৩ জন পশ্চিমবঙ্গের, ২ জন অন্ধ্র প্রদেশের। এছাড়া তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে ১৫,৮৫৯ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। যাঁদের শরীরে রোগ ধরা পড়েছে তাঁদের মধ্যে ৭৭ জন বিদেশি। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, অসুস্থদের মধ্যে ১৯ শতাংশের বেশি চিকিৎসার পর সেরে উঠেছেন।
বৃহস্পতিবার সকালের খবর: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়েছে। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষের বেশি মানুষ। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খুব দ্রুত যে করোনা থেকে নিষ্কৃতি মিলবে এমনটা নয়। বরং এর প্রকোপ দীর্ঘদিন চলতে পারে। শুধু লকডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখলেই যে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই মিলবে, তেমন নিশ্চয়তা দিচ্ছে না তারা। গোটা বিশ্বের মধ্যে আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ । সেখানে এখনও পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারপরই আছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্পেন ও ফ্রান্স- দু'দেশেই মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। ব্রিটেনে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবে আমেরিকার সরকারি সূত্রে বলা হচ্ছে, সেখানে বিপদ যে আগামী কয়েক মাসে কাটবে, তা নয়। বরং শীতের সময় আরও জটিল আকারে সে দেশে করোনা হানা দিতে পারে।
রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩২। রাজ্যে এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ৩০০। এখনও পর্যন্ত রাজ্যে সংক্রমণ মুক্ত ৭৯। মোট করোনা-টেস্ট হয়েছে ৭ হাজার ৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট ৮৫৫, জানালেন মুখ্যসচিব।
রাজ্যে করোনায় মৃত বেড়ে ১৫। হাসপাতালে চিকিৎসাধীন ২৭৪। করোনাকে হারিয়ে সুস্থ ৭৩ জন। এখনও রেড জোনে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। ৯টি জেলায় কোনও সংক্রমণ নেই, জানাল সরকার। কলকাতা মেডিক্যালে আক্রান্ত আরও ১ জুনিয়র চিকিৎসক, ৪ নার্স। ব্যারাকপুর হাসপাতালের চিকিৎসকের রিপোর্ট পজিটিভ। সংক্রমিত গার্ডেনরিচের ৩ নার্স, আরজি করের স্বাস্থ্যকর্মী। এরই মাঝে আশার আলো। ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত।
করোনায় ভারতে মৃত ৬৪০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০ জনের, আক্রান্ত ১ হাজার ৩৮৩। গোটা দেশে আক্রান্ত ১৯ হাজার ৯৮৪। সংক্রমণ-মুক্ত ৩ হাজার ৮৭০।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২৫১ জনের। মোট আক্রান্ত ৫ হাজার ২১৮। গুজরাতে মৃত বেড়ে ৯০। আক্রান্ত ২ হাজার ১৭৮। মধ্যপ্রদেশে মৃত্যু ৭৬ জনের। আক্রান্ত ১ হাজার ৫৫২। দিল্লিতে মৃতের সংখ্যা ৪৭। আক্রান্ত ২ হাজার ১৫৬ জন। রাজস্থানে মৃত ২৫। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫৯।
বিশ্বে করোনায় মৃত বেড়ে ১.৭৭ লক্ষ, আক্রান্ত ২৫.৫ লক্ষের বেশি
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৪৩৯ জনের। আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫৬ হাজার ৪২১। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৯০ হাজার ১০২ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার একদিনে ২৭০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু প্রায় ৪৫ হাজার মানুষের। আমেরিকায় মোট আক্রান্ত ৮ লক্ষ ২৪ হাজার ১৪৭। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ৯৫৭। স্পেনে মৃতের সংখ্যা ২১ হাজার ২৮২। সংক্রমিত ২ লক্ষ ৪ হাজার ১৭৮ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২০ হাজার ৭৯৬। আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ২৯৯। ব্রিটেনে মৃত ১৭ হাজার ৩৩৭। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ১৭২ জন।
করোনা আক্রান্ত বি আর সিং হাসপাতালের চিকিত্সক। ভর্তি করা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। ওই চিকিত্সকের সংস্পর্শে আসায় বি আর সিং হাসপাতালের চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ। ওই চিকিত্সক আর কাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
করোনা আক্রান্ত সন্দেহে প্রসূতির নমুনা সংগ্রহ। সংক্রমণের আশঙ্কায় সিল করে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি নার্সিংহোম। ওই নার্সিংহোমে ভর্তি অন্য রোগীদের ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসূতি ও তাঁর সদ্যোজাত ছাড়াও নার্সিংহোমের চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মী সহ সকলকেই নার্সিংহোমে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছড়াচ্ছে সংক্রমণ। এবার করোনা আক্রান্ত কার্ডিওলজি বিভাগের এক চিকিত্সক। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সংক্রমণ। আক্রান্ত চিকিত্সকের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে আরও ৯ জন চিকিত্সক।
সরকার চিকিৎকদের পাশে রয়েছে, এই পরিস্থিতিতে তাঁরা যেন কোনও প্রতীকী প্রতিবাদ না করেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভিডিও কনফারেন্সে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ ২২ এপ্রিল, আর্থ ডে। করোনা মহামারীর কারণে আমাদের পৃথিবী এই মুহূর্তে মানব সভ্যতার সবথেকে বড় সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তন - আরও বড় সঙ্কট। পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য আমাদের একজোট হয়ে সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আর্থ ডে উপলক্ষে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
করোনা আবহে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। গতকাল বিভিন্ন জায়গায় ঘোরেন পর্যবেক্ষক দলের সদস্যরা। আজ সকালেও তাঁদের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা।
কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে সহযোগিতার আশ্বাস দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠালো রাজ্য। চিঠিতে রয়েছে রাজ্যের লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সহযোগিতা করা হবে। একই সঙ্গে রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় দলকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না এই কথা সত্যি নয়।
করোনা আবহে আমেরিকায় অভিবাসন স্থগিত রাখার ঘোষণা করেছিলেন আগেই।এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আপাতত ৬০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে অভিবাসন প্রক্রিয়া। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে মেয়াদ বৃদ্ধি বা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনায় ভারতে মৃত ৬৪০। আক্রান্ত ১৯ হাজার ৯৮৪। সংক্রমণ-মুক্ত ৩ হাজার ৮৭০।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২৫১ জনের। মোট আক্রান্ত ৫ হাজার ২১৮। গুজরাতে মৃত বেড়ে ৯০। আক্রান্ত ২ হাজার ১৭৮। মধ্যপ্রদেশে মৃত্যু ৭৬ জনের। আক্রান্ত ১ হাজার ৫৫২। দিল্লিতে মৃতের সংখ্যা ৪৭। আক্রান্ত ২ হাজার ১৫৬ জন। রাজস্থানে মৃত ২৫। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫৯।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৪৩৯ জনের। আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫৬ হাজার ৪২১। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৯০ হাজার ১০২ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার একদিনে ২৭০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু প্রায় ৪৫ হাজার মানুষের। আমেরিকায় মোট আক্রান্ত ৮ লক্ষ ২৪ হাজার ১৪৭। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ৯৫৭। স্পেনে মৃতের সংখ্যা ২১ হাজার ২৮২। সংক্রমিত ২ লক্ষ ৪ হাজার ১৭৮ জন। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ২০ হাজার ৭৯৬। আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ২৯৯। ব্রিটেনে মৃত ১৭ হাজার ৩৩৭। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ১৭২ জন।
রাজ্যে করোনায় মৃত বেড়ে ১৫। হাসপাতালে চিকিৎসাধীন ২৭৪। করোনাকে হারিয়ে সুস্থ ৭৩ জন। এখনও রেড জোনে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। ৯টি জেলায় কোনও সংক্রমণ নেই, জানাল সরকার। কলকাতা মেডিক্যালে আক্রান্ত আরও ১ জুনিয়র চিকিত্সক, ৪ নার্স। ব্যারাকপুর হাসপাতালের চিকিত্সকের রিপোর্ট পজিটিভ। সংক্রমিত গার্ডেনরিচের ৩ নার্স, আরজি করের স্বাস্থ্যকর্মী। এরই মাঝে আশার আলো। ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত।
কেন্দ্র যদি রাজ্যের সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদল পাঠাত তা হলে কোনও সমস্যা হত না। কেন প্রতিনিধিরা আসছেন, কী তাঁদের উদ্দেশ্য এ সব সম্পর্কে আগে মুখ্যমন্ত্রীকে জানানো উচিত ছিল। বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
গোটা দেশে আগামী ২দিন বন্ধ থাকবে র্যাপিড টেস্ট। র্যাপিড টেস্ট কিট নিয়ে একটি রাজ্য থেকে অভিযোগ এসেছে, সবকিছু খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, জানাল আইসিএমআর।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পালন করতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। অসহযোগিতার অভিযোগে রাজ্যকে কড়া চিঠি দিয়ে কেন্দ্র নির্দেশ দিল, রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে হবে, কেন্দ্রীয় প্রিতিনিধি দলের কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। কলকাতা-জলপাইগুড়িতে করা হচ্ছে না সহযোগিতা, পরির্দশনে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদলকে, বিপর্যয় মোকাবিলা আইন মেনেই কেন্দ্রীয় প্রতিনিধিদল, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের।
অন্য রাজ্যেও একই নির্দেশিকা পঠানো হয়েছে। তারা সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ করছে না। অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্তি সচিব অপূর্ব চন্দ্রের। তাঁদের হটস্পট এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
করোনার থাবা এবার রাষ্ট্রপতি ভবনেও। রাষ্ট্রপতি ভবনের এক সাফাই কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। করোনায় মৃত ব্যক্তির সৎকারে গিয়ে সংক্রমণ বলে অনুমান। সাফাই কর্মীর পরিবার সহ ৩০ পরিবারকে হোম আইসোলেশন। করোনা-পরীক্ষার জন্য প্রত্যেকের নমুনা পাঠানো হয় একজনের রিপোর্ট পজিটিভ হলেও বাকিদের রিপোর্ট নেগেটিভ: সূত্র
‘কেন্দ্রের নির্দেশ মেনে চলছে বাংলার সরকার। ‘রাজ্যকে না জানিয়ে এসেছে কেন্দ্রের পর্যবেক্ষক দল। এখানে সঠিক পদ্ধতি মানা হয়নি। রাজ্য সরকারকে সঠিক সময়ে জানানো উচিত। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগে। পশ্চিমবঙ্গ সরকার আইসিএমআর -এর গাইডলাইন মেনে চলেছে। বললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
‘বাংলায় কিটের অভাব আছে । গতকাল টেস্টিং কিট এসেছে। টেস্টিং-এর সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃত্যুর কারণ বিশেষজ্ঞ কমিটি জানাচ্ছে। মৃত্যুর কারণ মুখ্যমন্ত্রী জানাচ্ছেন না।', বললেন ডেরেক ও ব্রায়ান
করোনা আবহে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের অফিসার্স ইনস্টিটিউট থেকে বেরিয়ে গুরুসদয় দত্ত রোড ধরে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ পর্যন্ত যান পর্যবেক্ষক দলের সদস্যরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা ফিরে আসেন। এরপর সেখানে পৌঁছন বালিগঞ্জ থানার ওসি রঞ্জন হালদার ও ডিসি এসিডি দেবস্মিতা দাস। বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের অফিসার্স ইনস্টিটিউটের সামনের রাস্তায় বসানো হয় গার্ড রেল। পুলিশের তরফে চলছে নাকা চেকিং।
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫৯০। আক্রান্ত ১৮ হাজার ৬০১। করোনা জয়ী ৩ হাজার ২৫২, জানাল স্বাস্থ্যমন্ত্রক। মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২৩২ জনের। মোট আক্রান্ত ৪ হাজার ৬৬৬। মধ্যপ্রদেশে মৃত্যু ৭৪ জনের। আক্রান্ত ১ হাজার ৪৮৫। গুজরাতে মৃত ৭১। আক্রান্ত ১ হাজার ৯৩৯। দিল্লিতে মৃতের সংখ্যা ৪৭। আক্রান্ত ২ হাজার ৮১ জন। রাজস্থানে মৃত ২৫। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭৬।
রাজ্যে কেন্দ্রীয় দল, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় দল আসা নিয়ে দুপুর ১টায় কথা বলেন অমিত শাহ। কিন্তু কেন্দ্রীয় দল রাজ্যে চলে আসে সকাল ১০.১০ মিনিটে। কেন্দ্রীয় দল আসার মাত্র ৩০ মিনিট আগে মুখ্যসচিবের কাছে কেন্দ্রীয় দল আসা নিয়ে চিঠি আসে। আগে না জানিয়ে দল পাঠানো প্রতিষ্ঠিত রীতির পরিপন্থী।
করোনা সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-র প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসাস বলেছেন, এ সময় সমস্ত দেশ একতা, সংহতি না দেখালে আমাদের জন্য আরও খারাপ দিন অপেক্ষা করছে। এই ভাইরাস কীভাবে ছড়াচ্ছে, মানুষ তা বুঝতেই পারেনি। বহু উন্নত দেশও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ তারা জানতই না কী করতে হবে। এর জন্য সমস্যায় পড়েছে।
করোনা আবহে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসা নিয়েও ট্যুইট রাজ্যপালের। ট্যুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, সকলের কাছে আমার আবেদন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনকে সমর্থন করুন। মানুষের দুর্দশা লাঘব করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সহযোগিতা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় থাক, বিরোধিতা নয়।
করোনা আবহে র্যাপিড টেস্ট কিট নিয়ে ট্যুইট রাজ্য স্বাস্থ্য দফতরের। ট্যুইটার বার্তায় স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোভিড-নাইন্টিন পরীক্ষা নিয়ে আমাদের নিরন্তর চেষ্টার মধ্যে দিন দুয়েক আগে আমরা ICMR-এর কাছ থেকে প্রথম দফার র্যাপিড টেস্ট কিট পেয়েছি। গতকাল ৭৮টি র্যাপিড টেস্ট হয়েছে। ৬৪টি হাওড়ায় এবং কলকাতায় হয়েছে ১৪টি র্যাপিড টেস্ট। এর মধ্যে কলকাতায় ২ জনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাংলা করোনার বিরুদ্ধে লড়ছে।
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫৯০। আক্রান্ত ১৮ হাজার ৬০১। করোনা জয়ী ৩ হাজার ২৫২, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২৩২ জনের। মোট আক্রান্ত ৪ হাজার ৬৬৬। মধ্যপ্রদেশে মৃত্যু ৭৪ জনের। আক্রান্ত ১ হাজার ৪৮৫। দিল্লিতে মৃতের সংখ্যা ৪৭। আক্রান্ত ২ হাজার ৮১ জন। রাজস্থানে মৃত ২৫। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭৬। তেলঙ্গানায় মৃত ২৩। আক্রান্ত হয়েছেন ৮৭৩ জন।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৩৩৭ জনের। আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৭৮ হাজার ৯৪৭। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৩ জনের। মোট মৃত্যু ৪২ হাজার ৯৪। শুধুমাত্র নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৪৭ জনের। আমেরিকায় মোট আক্রান্ত ৭ লক্ষ ৮৪ হাজার ৫৯৯। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১১৪ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৮১ হাজার ২২৮। স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ৮৫২। সংক্রমিত ২ লক্ষ ২১০ জন। ফ্রান্সেও ২০ হাজার পেরোল মৃতের সংখ্যা। সোমবার একদিনে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। মোট মৃত্যু ২০ হাজার ২৬৫। আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজার ৪৮০। ব্রিটেনে মৃত ১৬ হাজার ৫০৯। সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৮৫৬ জন।
মুখ্যসচিব বলেছেন, ‘হটস্পট, কম সংক্রমিত এলাকায় হবে র্যাপিড টেস্ট।’ ‘কলকাতা, হাওড়ায় বেশি সংক্রমিত এলাকায় র্যাপিড টেস্ট।’ ‘কাল থেকে কম সংক্রমিত এলাকায় শুরু হবে র্যাপিড টেস্ট।’
রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ‘রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ৫৪।’ ‘রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫ জন।’ ‘চিকিৎসার পর সুস্থ হয়েছেন ৭৩ জন।’ ‘এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৪৬৯ জনের’
আমরা সমস্ত গঠনমূলক পরামর্শকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে কোভিড-১৯ সঙ্কট নিয়ে কেন্দ্রীয় সরকার যা বলছে। তবে কেন্দ্র কীসের ভিত্তিতে, ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনবলে পশ্চিমবঙ্গের এবং সারা দেশের বিভিন্ন জেলায় দল পাঠাচ্ছে, সেটা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমার আর্জি, কীসের ভিত্তিতে এটা করা হচ্ছে, তা আমাদের জানানো হোক। যুক্তিসঙ্গত কারণ না দেখালে, আমরা এনিয়ে এগোতে পারব না। কারণ বিষয়টি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
করোনা আক্রান্ত বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের কর্মী। হাসপাতালে ভর্তি ক্যান্সার আক্রান্তের শরীরেও মিলেছে সংক্রমণ। সংস্পর্শে আসায় হাসপাতালের চিকিত্সক-নার্স-স্বাস্থ্য কর্মী সহ ৩০ জনকে পাঠানো হল কোয়ারেন্টিনে।
কলকাতা মেডিক্যাল কলেজে আরও করোনা আক্রান্তর হদিশ । করোনা আক্রান্ত ৪ জুনিয়র চিকিত্সক। গতকাল আক্রান্ত হয়েছিল ৩ চিকিত্সক। একসঙ্গে ৭ চিকিত্সকের নমুনা পজিটিভ হওয়ায় উদ্বেগ ৭ জনের মধ্যে ৬ জনই কর্মরত প্রসূতি বিভাগে ১ চিকিত্সক কর্মরত মেডিসিন বিভাগে।
মুম্বই, পুণে, ইনদৌর, জয়পুর, কলকাতা ও বাংলার আরও কিছু এলাকার পরিস্থিতি ‘‘অত্যন্ত স্পর্শকাতর’’, জানানো হল কেন্দ্রের তরফে। লকডাউনের নিয়ম ভাঙলে আরও দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে যে-সব স্বাস্থ্যকর্মীরা লড়ছেন, তারাই বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়মও।
পূর্ব বর্ধমানের সালারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায়, কাটোয়া মহকুমা হাসপাতালের পর এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩৮ জনকে পাঠানো হল কোয়ারেন্টিনে। প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হবে। এর আগে কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী মিলিয়ে ১৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সালারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছিল।
রেশন দুর্নীতির অভিযোগ তুলে ফের রাজ্য সরকারকে খোঁচা রাজ্যপালের। ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কটাক্ষ, এই সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনা মূল্যে রেশন বিলি হওয়া দরকার। প্রধানমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের খাদ্যমন্ত্রী ও প্রধান সচিবকে অনুরোধ করা হয়েছে। আশা করব রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। মন্ত্রী ও সচিব এই কাজ এগিয়ে নিয়ে যাবেন। রেশন দুর্নীতি নিয়ে আমি সতর্ক করার পর, রাজ্য প্রশাসন কার্যকরী ভূমিকা নিতে শুরু করেছে। নরেন্দ্র মোদির বিনা মূল্যে রেশন বিলির এই উদ্যোগ দেরিতে হলেও যে রাজ্য সরকার গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় তিনমাস বিনা মূল্য রেশন পাওয়া যাবে।
''প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিমে ফ্রি রেশন বিলির করা এখন অত্যন্ত প্রয়োজন।...আমি রেশন-দুর্নীতি নিয়ে কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সতর্ক হয়েছে। দেরিতে হলেও প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিম গ্রহণ করার পদক্ষেপের প্রশংসা করি। ''
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে বাড়ানো হচ্ছে দৈনিক করোনা পরীক্ষার হার। ৩১ মে-র মধ্যে প্রতিদিন ১ লক্ষ পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে ICMR। গোটা দেশে ১৬টি আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এগুলি স্বনির্ভর ইউনিট হিসেবে কাজ করবে। এছাড়াও, NIMR দিল্লি এবং NIV পুণে কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে। জানিয়েছে ICMR।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১৯। মোট আক্রান্ত ১৬ হাজার ১১৬। করোনা জয়ী ২ হাজার ৩০২।
মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত আরও ৫৫২ জন। আক্রান্ত প্রায় ৪ হাজার। অন্ধেরিতে নামল NDRF।
দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই।। উপসর্গ নেই তাও সংক্রমিত ১৮৬ জন। জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিলকবিহার এলাকায় আচমকা পরীক্ষায় ৪৫ জনের মধ্যে ১৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এলাকায় এক পুলিশ কর্মীও সংক্রমিত। তুঘলকাবাদ এক্সটেনশনের একটি এলাকায় আরও ৩৫ জনের শরীরে মিলল সংক্রমণ। সিল করে দেওয়া হয়েছে ওই এলাকা।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৪৯ জনের। আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৭ হাজার ২৯৪। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। মোট মৃত্যু ৪০ হাজার ৫৪৮। আক্রান্ত ৭ লক্ষ ৬৪ হাজার ৩০৩। লাতিন আমেরিকায় করোনা আক্রান্ত ১ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৬০ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৭৮ হাজার ৯৭২। স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ৪৫৩। সংক্রমিত ১ লক্ষ ৯৮ হাজার ৬৭৪। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সে দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু ১৯ হাজার ৭১৮। আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ৮৯৪। ব্রিটেনে মৃত ১৬ হাজার ৬০। আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ৬৭।
করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন কাজাকস্তানের প্রধানমন্ত্রী কাসিম-জোমার্ত তোকায়েভ। পাল্টা ট্যুইট করে দু’দেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন কাজাকস্তানের প্রধানমন্ত্রী কাসিম-জোমার্ত তোকায়েভ। পাল্টা ট্যুইট করে দু’দেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩২৪ জন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১১৬। বর্তমানে চিকিৎসাধীন ১৩,২৯৫ জন। ২,৩০২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে মোট ৫১৯ জনের, জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
পরিযায়ী শ্রমিকদের কাছে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে হবে। তাঁদের বসবাসযোগ্য অস্থায়ী আস্তানা দিতে হবে। সংক্রমণ এড়াতে সমস্ত বিধি মেনে এই ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে কেউ প্রশিক্ষিত থাকলে, ওই প্রশিক্ষিত শ্রমিককে সেই রাজ্যে কাজে লাগাতে হবে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে নতুন নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের।
পরিযায়ী শ্রমিকদের কাছে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে হবে। তাঁদের বসবাসযোগ্য অস্থায়ী আস্তানা দিতে হবে। সংক্রমণ এড়াতে সমস্ত বিধি মেনে এই ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে কেউ প্রশিক্ষিত থাকলে, ওই প্রশিক্ষিত শ্রমিককে সেই রাজ্যে কাজে লাগাতে হবে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে নতুন নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের।
কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চসায়র থানার অধীন শহিদ স্মৃতি কলোনি সম্পূর্ণভাবে সিল করে দিল পুলিশ। সবকটি রাস্তায় ব্যারিকেড। ঢোকা ও বেরনো নিয়ন্ত্রণের জন্য মোতায়েন র্যাফ। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বসানো হল ড্রপগেট। চলছে নাকা চেকিং। রাজপুর সোনারপুর পুরসভার বেশ কয়েকটি জায়গা সিল করেছে পুরসভা ও পুলিশ। গড়িয়া স্টেশন সংলগ্ন বাজার কাল থেকে বন্ধ থাকবে। শুধুমাত্র খোলা থাকবে মুদির দোকান।
এবার রাজ্যে শুরু হচ্ছে করোনা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর। সংক্রমণ ছড়িয়েছে এমন এলাকায় করা হবে র্যাপিড টেস্ট। জেলাভিত্তিক হাসপাতাল চিহ্নিত করে দিল স্বাস্থ্য দফতর। আলাদা জেলার জন্য আলাদা মেডিক্যাল কলেজ চিহ্নিত। রাজ্যের ২৮টি জেলার জন্য ১৪টি মেডিক্যাল কলেজ চিহ্নিত। পরীক্ষার ফলাফল সঙ্গে সঙ্গে জানা যাবে না। আতঙ্ক যাতে না ছড়ায় তার জেরেই এই সিদ্ধান্ত। স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া র্যাপিড টেস্ট নয়, কিটের অপচয় ঠেকাতে সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১,৩৩৪ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭১২। মৃত্যু মোট ৫০৭ জনের। গত ২৮ দিনে পুদুচেরির মাহে এবং কর্ণাটকের কোডাগুতে কেউ আক্রান্ত হননি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১,৩৩৪ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭১২। মৃত্যু মোট ৫০৭ জনের। গত ২৮ দিনে পুদুচেরির মাহে এবং কর্ণাটকের কোডাগুতে কেউ আক্রান্ত হননি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।
ডিউটি-র দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না চিকিৎসকরা। নার্স ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। করোনা সংক্রমণের আশঙ্কায় সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রতিদিনের মানসিক ও শারীরিক চাপের কথা ভেবে সিদ্ধান্ত। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করছে প্রশাসন।
ডিউটি-র দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না চিকিৎসকরা। নার্স ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। করোনা সংক্রমণের আশঙ্কায় সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রতিদিনের মানসিক ও শারীরিক চাপের কথা ভেবে সিদ্ধান্ত। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করছে প্রশাসন।
ডিউটি-র দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না চিকিৎসকরা। নার্স ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। করোনা সংক্রমণের আশঙ্কায় সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রতিদিনের মানসিক ও শারীরিক চাপের কথা ভেবে সিদ্ধান্ত। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করছে প্রশাসন।
ভারতে করোনায় মৃতের সংখ্যা পাঁচশো ছাড়াল। আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭১২। তবে ২২৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। ওই রাজ্যে ২১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩ হাজার ৬৫১। এরপরই আছে মধ্যপ্রদেশ। ওই রাজ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ৪০৭ জন আক্রান্ত। গুজরাতে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৬। দিল্লিতে মৃতের সংখ্যা ৪২। আক্রান্ত ১ হাজার ৮৯৩। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭২। মৃত্যু হয়েছে ১৫ জনের।
মুদিয়ালির একাংশে বসানো হয়েছে ব্যারিকেড, বাসিন্দারা বাইরে বেরোচ্ছেন না। আজ পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করেন। কারও কোনও সমস্যা থাকলে লাল কালি, সমস্যা না থাকলে সবুজ কালিতে তথ্য নথিবদ্ধ করা হয়। ওই এলাকার বাসিন্দারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন। অত্যাবশ্যকীয় সামগ্রীর প্রয়োজন হলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুলিশকে জানিয়ে, তা আনানো হচ্ছে।
করোনা মোকাবিলায় আইসিএমআরের পরামর্শ মেনে এবার ‘পুল টেস্টিং’ এর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সব এলাকায় কারও আক্রান্ত হওয়ার খবর নেই বা ওই এলাকার কারও মধ্যে উপসর্গ মেলেনি, সেখানে পুল টেস্টিং হবে। এই পদ্ধতিতে ৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে ধরা হবে সংশ্লিষ্ট পাঁচজনের কেউ সংক্রমিত নন, আর পজিটিভ এলে ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করে আলাদা ভাবে পরীক্ষা করা হবে।
হাওড়ার ঘুসুড়িতে আজ সকালে লকডাউন কার্যকর করতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানোর পাশাপাশি লকডাউন অমান্যকারীদের ধরপাকড়ও চলে। শাটার নামিয়ে সেলুনের দোকান চালানোর অভিযোগে একজনে পাকড়াও করেন পুলিশ কর্মীরা।
মাস্ক পড়তে বলার জের। হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে মারধর। আজ সকালে কালীবাবুর বাজারে ভিড় নিয়ন্ত্রণ করছিল পুলিশ। এক মহিলা, মাস্ক না পরে বাজারে আসেন বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ তাঁর কাছে জানতে চায়, কেন তিনি মাস্ক পরেননি? এই নিয়ে পুলিশের সঙ্গে ওই মহিলার বচসা শুরু হয়। সেইসময় এক সিভিক ভলান্টিয়ারকে চড় মারেন ওই মহিলা। ঘটনার পর মহিলাকে আটক করেছে পুলিশ।
হাওড়ার ব্যাঁটরার কদমতলা বাজারে রবিবারের সকালে ভিড়। পুলিশের বারবার অনুরোধেও সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা হয়নি বলে অভিযোগ। এরপর ব্যাটরা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। বন্ধ করে দেওয়া হয় বাজার। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরই পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।
লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। আজ সকালে তিনি বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার, খাদরা বাজার, কাশিমবাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। যাঁদের মাস্ক ছিল না, তাঁদের মাস্ক বিলি করেন পুলিশ সুপার। সেইসঙ্গে বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি। জেলার অন্যান্য জায়গাতেও লকডাউন কার্যকর করতে তত্পর ছিল পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ই-কমার্স সংস্থাগুলির পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের সময় ই কমার্স সংস্থাগুলি যে সব পণ্য অত্যবশ্যকীয় নয় তা সরবরাহ করতে পারবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ই-কমার্স সংস্থাগুলির পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের সময় ই কমার্স সংস্থাগুলি যে সব পণ্য অত্যবশ্যকীয় নয় তা সরবরাহ করতে পারবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ই-কমার্স সংস্থাগুলির পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের সময় ই কমার্স সংস্থাগুলি যে সব পণ্য অত্যবশ্যকীয় নয় তা সরবরাহ করতে পারবে না।
করোনা সঙ্কটের আবহে ফের রাজভবন - নবান্ন সংঘাত। আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।
করোনা সঙ্কটের আবহে ফের রাজভবন - নবান্ন সংঘাত। আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।
করোনা সঙ্কটের আবহে ফের রাজভবন - নবান্ন সংঘাত। আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।
করোনা সঙ্কটের আবহে ফের রাজভবন - নবান্ন সংঘাত। আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।
করোনা সঙ্কটের আবহে ফের রাজভবন - নবান্ন সংঘাত। আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না।
সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তা করোনা আক্রান্ত। একইসঙ্গে আক্রান্ত তিন নার্সও। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের ওই আক্রান্ত স্বাস্থ্যকর্তার সংস্পর্শে আসা ৪৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ১৭ জনের নমুনা। আক্রান্ত তিন নার্স, হাওড়া হাসপাতাল, এমআর বাঙুর ও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তিন নার্সের চিকিত্সা চলছে।
সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তা করোনা আক্রান্ত। সেইসঙ্গে আক্রান্ত এক সরকারি হাসপাতালের নার্সও। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের ওই আক্রান্ত স্বাস্থ্যকর্তার সংস্পর্শে আসা ৪৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ১৭ জনের নমুনা।
ভারতে নতুন করে করোনা সংক্রমণের হার কমছে। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। তাদের দাবি, ৪০ শতাংশ হারে কমেছে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে দাবি, লকডাউন শুরু হওয়ার আগে তিনদিনে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছিল। সেখানে গত সাতদিন ধরে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ৬ দশমিক ২ দিন লাগছে। তবে দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ সেরে উঠলেও মৃত্যু হচ্ছে ২০ শতাংশের।
করোনায় দেশের মৃতের সংখ্যা বেড়ে ৪৮০।করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে ১৪,৩৭৮। করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৯২ জন।করোনায় মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ২০০।মহারাষ্ট্রে করোনায় আক্রান্তর সংখ্যা ৩৩২৩ জন
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ১ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা ২২ লক্ষের বেশি। তবে সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। সেখানে এখনও করোনায় মৃত্যুর বিরাম নেই। আমেরিকায় এখনও পর্যন্ত ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের বেশি। এরপরই রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২২ হাজারের বেশি। আক্রান্ত ১ লক্ষ ৭২ হাজারের বেশি মানুষ। স্পেনে মৃত্যুর সংখ্যা ২০ হাজারের বেশি। ১ লক্ষ ৯০ হাজারের বেশি আক্রান্ত। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৮ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ১ লক্ষ ৪৭ হাজারের বেশি। ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। ১ লক্ষের বেশি আক্রান্ত।
মুম্বইয়ে একটি নৌঘাঁটিতে করোনা সংক্রমণের রিপোর্ট পজিটিভ ২০ নৌসেনা কর্মীর। আইএনএস আংরে বেসে প্রথম সংক্রমণের ঘটনা ঘটে গত ৭ এপ্রিল। আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সবারই পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর এক আধিকারিক।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, ‘ক্ষুদ্র শিল্পের জন্য আপাতত ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ।পরে পরিস্থিতি পর্যালোচনা করে টাকার পরিমাণ বাড়তে পারে।আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ।ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ।’
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের সাংবাদিক বৈঠক। তিনি বলেছেন, ‘করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।এই অন্ধকার সময়ে আশার আলোর দিকে দেখতে হবে।যাঁরা করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা, তাঁদের কুর্নিশ।মানবিকতার স্বার্থে যা যা করা প্রয়োজন, করতে হবে’। তিনি বলেছেন, ‘আইএমএফ ইতিমধ্যেই মহা মন্দার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে।সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।আইএমএফ আর্থিক বৃদ্ধির ধাক্কার আশঙ্কা প্রকাশ করেছে।ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ।২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ।এবছর বৃষ্টির স্বাভাবিক পূর্বাভাস খানিকটা স্বস্তির।জি-২০ দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে ভাল।’
ভারতে করোনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। তবে এর মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। দেশের মধ্যে করোনা আক্রান্তের সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ওই রাজ্যে ৩ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩০০ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৫১ জনের। আক্রান্তের সংখ্যা ১৬৪০। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১৮০ জনের। আক্রান্ত ১২৬৭। গুজরাতে মৃত ৭৩। ওই রাজ্যে ৯৩০ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে করোনা আক্রান্ত এক প্রসূতির মৃত্যুর পর এক ভগবান মহাবীর হাসপাতালের ৬৮ জন চিকিত্সক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই প্রসূতির পরিবারের সদস্যদেরও রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে।
বিশ্বে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়েছে। তবে এরইমধ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। সেখানে মৃত্যু হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের বেশি। এরপরেই রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজারের বেশি মানুষ। স্পেনে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজারের বেশি। ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজারের বেশি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি আক্রান্ত। ব্রিটেন ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ৩ সপ্তাহ বাড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হবে। কাল থেকেই শুরু হতে পারে সেই প্রক্রিয়া। তবে বিষয়টি যে সংশ্লিষ্ট প্রদেশের গর্ভনরের ওপর নির্ভর করছে, তাও জানিয়েছেন ট্রাম্প।
তবে দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী রেখাটিকে নীচের দিকে নামিয়ে সমতলে নিয়ে আসার লক্ষ্যে আশার ইঙ্গিত মিলেছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।গত ২৪ ঘন্টায় নতুন কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ও মৃত্যুর হার কমেছে বলে জানাল তারা। মন্ত্রকের পরিসংখ্যান, বুধবার থেকে ৮২৬টি করোনাভাইরাস পজিটিভ কেস ও ২৮টি মৃত্যুর খবর এসেছে।
মধ্যপ্রদেশে করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে মোট হল ১১২০। সেখানে ৭০১ জন আক্রান্ত হয়েছেন ইন্দোরে। ভোপালে ১৯৬ জন করোনা পজিটিভ রোগীর খবর মিলেছে। ১৪২ জন নতুন কোভিড ১৯ পজিটিভ রোগীর খবর মিলেছে ইন্দোরে। ভোপাল, খান্ডোয়ায় যথাক্রমে সংখ্যাটা ১২ ও ১৭। রাজ্যে মৃতের সংখ্যা ৫৩, ৭০ জন সুস্থ হয়ে উঠেছেন বা ছাড়া পেয়েছেন।
দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৪০১ জনের: আইসিএমআর
দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৯০ হাজার ৪০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল করা হয়েছে ৩০ হাজার ৪৩ জনের। এমনটাই জানিয়েছে আইসিএমআর। আর এই ৩০ হাজারের মধ্যে ২৬ হাজার ৩৩১টি হয়েছে ১৭৬টি সরকারি ল্যাবে এবং বাকি ৩,৭১২টি টেস্ট হয়েছে ৭৮টি বেসরকারি ল্যাবে। আইসিএমআর তরফে আরও জানানো হয়েছে, ভারতে ৩ লক্ষ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট চলে এসেছে। শীঘ্রই তা হটস্পট এলাকাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। পরের শিপমেন্ট আগামী সপ্তাহে আসবে। আইসিএমআর-এর প্রধান গঙ্গাখেড়কর বলেন, এই পরীক্ষা সংক্রমণ চিহ্নিতকরণর জন্য নয়, মূলত নজর রাখার জন্য করা হয়।
‘রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ১০। নতুন করে করোনা আক্রান্ত ২৪। এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ১৪৪। সংক্রমণ-মুক্ত আরও ৯। নবান্নে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্য জুড়ে সাড়ে ৩ লক্ষ পিপিই দেওয়া হয়েছে। ২ লক্ষ ২৩ হাজার মাস্ক দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত রাজ্যে করোনা-টেস্ট ৩ হাজার ৮১১। এখনও পর্যন্ত রাজ্যে সংক্রমণ মুক্ত ৫১।
বিশ্বে করোনায় মৃত বেড়ে ১,৩৪,৬০৩, আক্রান্ত ২০,৮২,৮২২
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬০৩ জনের। আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৮২ হাজার ৮২২। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫ লক্ষ ১১ হাজার ৩৫৬ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে সর্বাধিক মৃত্যু প্রায় ২ হাজার ৬০০ জনের। মোট মৃত্যু ২৮ হাজার ৫২৯। আক্রান্ত ৬ লক্ষ ৪৪ হাজার ৮৯। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৪৫ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ১৫৫। স্পেনে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮১২। সংক্রমিত ১ লক্ষ ৮০ হাজার ৬৫৯। ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সে দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু ১৭ হাজার ১৬৭। আক্রান্ত ১ লক্ষ ৪৭ হাজার ৮৬৩। ব্রিটেনে মৃত ১২ হাজার ৮৬৮। আক্রান্ত ৯৮ হাজার ৪৭৬। পাকিস্তানে ৬ হাজার ছুঁল আক্রান্তের সংখ্যা। মৃত ১১৭।
ভারতে করোনায় মৃত বেড়ে ৪১৪, আক্রান্ত ১২,৩৮০, সংক্রমণ-মুক্ত ১,৪৮৯
ভারতে করোনায় মৃত বেড়ে ৪১৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। দেশে মোট আক্রান্ত ১২ হাজার ৩৮০। করোনা সংক্রমণ-মুক্ত ১ হাজার ৪৮৯।
বেঙ্গালুরু, আগরা এবং পুণেতে তিন করোনা আক্রান্তের মৃত্যু। মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত আরও ১৬৫ জন। গুজরাতে নতুন করে আক্রান্ত ১০৫। আগরায় নতুন করে সংক্রমিত ১৯ জন। উত্তরপ্রদেশের কানপুরে দুই রোগীর মৃত্যু। দুজনেই করোনা আক্রান্ত বলে সন্দেহ।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। মোট আক্রান্ত ২ হাজার ৯১৬। মধ্যপ্রদেশে মৃত্যু ৫৩ জনের। আক্রান্ত ৯৮৭। দিল্লিতে মৃতের সংখ্যা ৩২। আক্রান্ত ১ হাজার ৫৭৮। তামিলনাড়ুতে মৃত ১৪। আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
২০ এপ্রিলের পর থেকে মোবাইল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও অন্যান্য ইলেকট্রিকাল এবং স্টেশনারি জিনিসপত্র কেনা যাবে ই-কমার্সের মারফত। আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো অনলাইন সাইট থেকে করা যাবে কেনাকাটা।
এবার করোনা আক্রান্ত এনআরএস হাসপাতালের নার্স। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কর্মরত ছিলেন ওই নার্স। কীভাবে আক্রান্ত হলেন, খতিয়ে দেখা হচ্ছে। খবর স্বাস্থ্য ভবন সূত্রে।
২০শে এপ্রিলের পর কৃষি, তথ্যপ্রযুক্তি ও ই কমার্স-এ ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের। আজ এই বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। লকডাউন প্রোটোকল মেনেই শুরু গ্রামীণ শিল্পও।
‘ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে’ ‘কিন্তু এখন লড়াইয়ের সময় নয়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একসঙ্গে লড়াই করলেই আমরা ভাইরাসকে হারাতে পারব’, বললেন রাহুল গাঁধী
আর কী কী বললেন রাহুল গাঁধী, দেখে নেব • শুধুমাত্র লকডাউন করে করোনা রোখা সম্ভব নয় • করোনা মোকাবিলায় লকডাউন শুধুমাত্র একটা কৌশল • লকডাউন সাময়িক ভাবে ভাইরাস ঠেকাতে পারে • ভাইরাস রুখতে গেলে লাগাতার পরীক্ষা করতে হবে • ভারতে প্রতি ১০ লাখে ১৯৯টি করোনা পরীক্ষা হচ্ছে • সরকারের উচিত বেশি সংখ্যায় পরীক্ষা করা • হটস্পট চিহ্নিত করে কৌশলগত ভাবে পরীক্ষা করা দরকার • কিন্তু ভারত সরকারের করোনা পরীক্ষার হার যথেষ্ট কম • করোনা মোকাবিলায় জেলাস্তর থেকে কাজ হওয়া উচিত • প্রধানমন্ত্রীর উচিত জেলা প্রশাসনকে আরও বেশি ক্ষমতা দেওয়া • যা হওয়ার হয়েছে, এবার একসঙ্গে সবাই মিলে কাজ করা উচিত • রাজ্য সরকারগুলিকে আরও বেশি পরিমাণ সাহায্য করা প্রয়োজন • যে দ্রুততায় রাজ্যগুলিকে অর্থসাহায্য করা প্রয়োজন, তা হচ্ছে না • গরিব মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছে দেওয়া দরকার • গরিব মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিক সরকার • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা হোক • বড় শিল্পগুলিকে বাঁচানোর জন্য পরিকল্পনা করুক কেন্দ্র • লকডাউনের পরে কী করবে সরকার, তার নির্দিষ্ট পরিকল্পনা করা হোক
একাধিক চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হওয়ায় হাওড়া হাসপাতালে রোগী ভর্তি বন্ধ। হাসপাতাল জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু। হাওড়া হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। হাসপাতাল পুরোপুরি জীবাণুমুক্ত হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা মোকবিলায় লকডাউন মেনে চলতে বলায় বিহারে আক্রান্ত চিকিত্সক-স্বাস্থ্যকর্মী-পুলিশ। পূর্ব চম্পারণ জেলার হারসিধি গ্রামে যায় চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের দলটি। সঙ্গে ছিল পুলিশ। করোনা মোকাবিলায় লকডাউন মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলায়, তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
দিল্লিতে করোনা আক্রান্ত এক পুলিশ কর্মী তাঁর স্ত্রী স্থানীয় হাসপাতালের নার্স স্ত্রী ও ছেলেরও করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা তিনটি ব্লকের সব বাসিন্দাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ
<কলকাতা মেডিক্যালের পর এবার এনআরএস। ফের করোনা আক্রান্ত এক প্রসূতি।সোমবার সন্তান প্রসব করেন ওই মহিলা। গতকাল তাঁর নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এনআরএস হাসপাতাল সূত্রে খবর, লেবার রুম ও গাইনি ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ওই মহিলার সংস্পর্শে আসা অন্য রোগীদের। কোন কোন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী ওই মহিলার সংস্পর্শ এসেছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। সদ্যোজাত ও প্রসূতিকে পাঠানো হচ্ছে এম আর বাঙুর হাসপাতালে।
দেশে করোনা মোকাবিলায় এবার জাতীয় পোলিও কর্মসূচিতে যুক্ত স্বাস্থ্য কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতের সিদ্ধান্তকে সমর্থন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।
ভারতে করোনায় মৃত বেড়ে ৪১৪। আক্রান্ত ১২ হাজার ৩৮০। করোনা সংক্রমণ-মুক্ত ১ হাজার ৪৮৯। মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। মোট আক্রান্ত ২ হাজার ৯১৬। মধ্যপ্রদেশে মৃত্যু ৫৩ জনের। আক্রান্ত ৯৮৭। দিল্লিতে মৃতের সংখ্যা ৩২। আক্রান্ত ১ হাজার ৫৭৮। তামিলনাড়ুতে মৃত ১৪। আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। আগরায় নতুন করে আক্রান্ত ১৯ জন।