ম্যাঙ্গালুরু: লকডাউন চলছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা, ঘুরতে যাওয়া-সবই বন্ধ। তাই অভিনব কায়দায় বন্ধুকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসার চেষ্টা করল শহরের এক টিনএজ ছাত্র। সে বন্ধুকে স্যুটকেসের ভিতরে পুরে অ্যাপার্টমেন্টে নিয়ে আসতে চেয়েছিল, যদিও শেষ পর্যন্ত নাটকীয় ভাবে বানচাল হয়ে যায় তার প্ল্যান।


সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, অ্য়াপার্টমেন্টের পরিচালন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কোনও বহিরাগতকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে না।  এতে চরম হতাশ হয়ে সে বড় সুটকেশে এক বন্ধুকে ঢুকিয়ে সবার নজর এড়িয়ে অ্য়াপার্টমেন্টের ভিতরে নিয়ে আসার প্ল্যান করে।  কিন্তু, শেষরক্ষা হল না। কারও কারও নজরে পড়ে যায় সুটকেশ। সে প্রাণপণে সেটি টেনে নিয়ে যাচ্ছে  দেখে কমপ্লেক্সের লোকজন বেরিয়ে এসে ‘কী আছে, কী আছে সুটকেশে’, এই বলে  তাকে ঘিরে ধরে। সুটকেশের ভিতরে কিছু নড়াচড়া করছে মনে হয়  তাদের। চাপ দিয়ে সবার সামনে সুটকেশ খোলানো হয় ওই পড়ুয়াকে  দিয়ে। বেরিয়ে আসে ছেলেটি।

সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ এসে ওদের দুজনকে থানায় নিয়ে যায়, পরে ডেকে পাঠানো হয় দুজনের অভিভাবকদেরও।

যদিও এ ব্যাপারে কোনও মামলা  দায়ের করা হয়নি বলে সূত্রের খবর।