নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপের পরেই অবসর নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিংহ ধোনির। এমনই মনে করেন শোয়েব আখতার। সিদ্ধান্ত নিতে এত দেরি কেন করছেন ধোনি, তা বুঝে উঠতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার।
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পরে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। তাঁর ভবিষ্যৎ নিয়ে চলেছে জল্পনা। এ বারের আইপিএল তাঁর ক্রিকেট মাঠে ফেরার মঞ্চ ছিল। কিন্তু করোনা ভাইরাসের দাপটে আইপিএল-ই অনিশ্চিত। অনেকেই মনে করছেন, ধোনির ফেরাটা আরও কঠিন হয়ে গেল।
শোয়েব বলেছেন, ‘‘ধোনি সব সময় ওর সেরাটা দিয়েছে। মাথা উঁচু করে ওর ক্রিকেট ছাড়া উচিত। আমি জানি না, ও কেন এতদিন টেনে নিয়ে গেল। বিশ্বকাপের পরেই তো ধোনি অবসর নিতে পারত।’’ ধোনির জায়গায় তিনি নিজে থাকলে অনেক আগেই অবসর নিয়ে ফেলতেন বলে জানিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘‘ওর জায়গায় যদি আমি থাকতাম, তা হলে অনেক আগেই বুট জোড়া তুলে রাখতাম। আমি হয়তো আরও তিন-চার বছর ওয়ান ডে বা টি-টোয়েন্টি খেলতে পারতাম। কিন্তু একশো শতাংশ দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাই নিজের কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইনি।’’
শোয়েব যোগ করেছেন, ‘‘ধোনিকে ভালভাবে বিদায় জানানো উচিত। দেশকে বিশ্বকাপ জিতিয়েছে ও। ভারতের হয়ে অবিশ্বাস্য কিছু ম্যাচ খেলেছে। কী করতে হবে এখন, তা হয়তো বুঝে উঠতে পারছে না। বিশ্বকাপের সেমিফাইনালে ধোনি যখন ম্যাচ শেষ করতে পারল না, তখনই অবসর নেওয়া উচিত ছিল।’’
বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল ধোনির, বলছেন শোয়েব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2020 10:29 AM (IST)
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পরে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -