ভুবনেশ্বর : সেপ্টেম্বর ৩০ তারিখে ওড়িশায় (Odisha) একটিই পরীক্ষা করা হয়েছিল। তার রেজাল্ট পজিটিভ আসে। ঘটনাচক্রে, সেই মহিলা যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন, সেই ওমিক্রন (Omicron) BF.7 স্ট্রেইন-ই এখন চিনে চিন্তা বাড়াচ্ছে। বুধবার ওড়িশার স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর পাওয়া যায়। 


ওই মাসে RT-PCR টেস্ট করা হয়েছিল খড়দা জেলার এক মহিলার। পরে ভুবনেশ্বরের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারে নমুনার জিনোম সিক্যুয়েন্সিং করা হয়। পরীক্ষার সময় উপসর্গহীন ছিলেন ওই মহিলা। আমেরিকায় যাওয়ার আগে নিয়মমতো পরীক্ষা করাতে গিয়েছিলেন। তাতেই এই রেজাল্ট আসে। অক্টোবর থেকে ওই মহিলা ও তাঁর পরিবার সেখানেই রয়েছেন। কিন্তু, ভারত থেকে যাওয়ার সময়ও তাঁদের কারও মধ্যেই জ্বরের উপসর্গ ছিল না।  


পরীক্ষার সময় কেন্দ্রের তরফেও এটাকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট...কিছুই ঘোষণা করা হয়নি। তাছাড়া গত তিন মাসেও ওড়িশায় BF.7 ভ্যারিয়েন্টের কোনও নমুনাই শনাক্ত করা হয়নি বলে জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য অধিকর্তা নিরঞ্জন মিশ্র। এবার সেই ভ্যারিয়েন্টই চিনে একের পর এক শহরে দাপিয়ে বেড়াচ্ছে।


চিনে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। এর পেছনে রয়েছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। সূত্রের খবর, এই ভ্যারিয়েন্টে তিন জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।


BF.7 ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যায় গত অক্টোবরে মাসেও। গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে এটি শনাক্ত করা হয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টে দুই আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাতে। একটি কেস পাওয়া গেছে ওড়িশায়। এই পরিস্থিতিতে বুধবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় আজ। সেখানে বিশেষজ্ঞরা বলেন, এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কোনও খবর না পাওয়া গেলেও, যে ভ্যারিয়েন্ট রয়েছে তার ওপর ক্রমাগত নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে। 


সূত্রের খবর, চিনের অধিকাংশ শহরে এখন মারাত্মক সংক্রামক ওমিক্রন স্ট্রেইন BF.7-এর থাবা। বেজিংয়েও এই ভ্যারিয়েন্টেরই প্রকোপ দেখা দিয়েছে। চিনের পাশাপাশি এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ইংল্যান্ড, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও, যেমন- বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে।


এই পরিস্থিতিতে সতর্ক ভারতও। স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে।


আরও পড়ুন ; চিনের চিন্তা বাড়ানো করোনা ভ্যারিয়েন্ট ভারতেও !