লন্ডন : প্রায় দেড় বছর হতে চলল এখনও করোনা অতিমারির গ্রাসে বিশ্ব। এখনও অব্যাহত মৃত্যুমিছিল। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল চমকে দেওয়া একটি তথ্য। ২০২০ সালে বিশ্বের ২৯টি অধিক উপর্জনকারী দেশে প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। বৃহস্পতিবার এই সমীক্ষা প্রকাশ করেছে দ্য BMJ।


মৃত্যুমিছিলের এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার। এর পর রয়েছে ইংল্যান্ড(৯৪ হাজার ৪০০), ইতালি(৮৯ হাজার ১০০), স্পেন(৮৪ হাজার ১০০) এবং পোল্যান্ড(৬০ হাজার ১০০)। ২০২০ সালে ২৯টি দেশে মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৭৯ হাজার জনের। ব্যতিক্রম শুধু নরওয়ে, ডেনমার্ক ও নিউজিল্যান্ড। ২৯টি দেশের মধ্যে এই তিনটি বাদ দিয়ে বাকিগুলিতে যা ভাবা হয়েছিল তার থেকে বেশি মৃত্যু হয়েছে ২০২০ সালে। মূলত পুরুষের মৃত্যুর হার বেশি।


এই গবেষণাটি করে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। যার নেতৃত্বে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের Nuffield Department of Population Health-এর নজরুল ইসলাম। ২০২০ সালে বিশ্বের এই ২৯টি অধিক উপার্জনকারী দেশে কোভিডে মৃত্যুর হার নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গবেষণা চলে। এক্ষেত্রে গাণিতিক মডেল ব্যবহার করা হয়। গত বছর এই দেশগুলিতে প্রতি সপ্তাহে বাড়তি মৃত্যুর হার খতিয়ে দেখা হয়। আক্রান্তদের বয়স ও লিঙ্গের বিষয়টি মাথায় রাখা হয়। এছাড়া গত পাঁচ বছর ধরে এই দেশগুলিতে বিভিন্ন মরশুম ও বছরে কত মৃত্যু হয়েছে তা বিশ্লেষণ করে দেখেন গবেষকরা।


অধিকাংশ মৃত্যু হয়েছে ৭৫ বছর বা তার বেশি বয়সিদের। এর পরে রয়েছে ৬৫-৭৪ বয়সিরা। অন্যদিকে অধিকাংশ দেশে ১৫-র কম বয়সিদের মৃত্যুর হার যেমন ভাবা হয়েছিল, সেরকমই হয়েছে। তবে, কিছু দেশে এই  বয়সে মৃত্যু অনুমানের থেকে কম হয়েছে। অধিকাংশ দেশেই বয়স্কদের ক্ষেত্রে মহিলার থেকে পুরুষের মৃত্যু বেশি। যদিও আমেরিকায় ৮৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে পুরুষের থেকে মহিলার মৃত্যুর হার বেশি।