নাগপুর: মহারাষ্ট্রের গড়চিরোলিতে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম অন্তত ১৩ মাওবাদী। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। গোটা এলাকায় চিরুনি-তল্লাশি চালাচ্ছে কমান্ডোরা।
সংবাদসংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্র পুলিশের কাছে গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে যে, এতাপল্লির জঙ্গলে আত্মগোপন করে রয়েছে বেশ কিছু মাওবাদী।
সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানে বেরিয়ে পড়ে মাওবাদী দমনের জন্য বিশেষভাবে গঠিত মহারাষ্ট্র পুলিশের সি-৬০ কমান্ডো ইউনিট। শুক্রবার ভোরে কোটমির কাছে জঙ্গলের একটি অংশ ঘিরে ফেলেন জওয়ানরা।
বাহিনীর উপস্থিতি টের পেতেই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় ফোর্স। ঘটনাস্থলে ৮ মাওবাদীর মৃত্যু হয়। দেহের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র।
গড়চিরোলির ডিআইজি সন্দীপ পাতিল বলেন, বাহিনীর কাছে খবর ছিল যে সেখানে মাওবাদীদের একটি দল গোপনে বৈঠকের জন্য একত্রিত হয়েছে। খবর পেয়েই রওনা দেয় কমান্ডো টিম। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ গুলি বিনিময় শুরু হয়।
গড়চিরোলি পুলিশ সুপার অঙ্কিত গয়াল জানান, প্রায় এক-ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। কয়েকজন মাওবাদী জঙ্গলে র মধ্য দিয়ে পালিয়েছে। তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।
এর আগে, একই জেলায় ঠিক দুমাস আগে পাঁচ মাওবাদীকে খতম করেছিল বাহিনী। তাদের মাথার ওপর মোট ৪৩ লক্ষ টাকা দাম ধার্য করা হয়েছিল।