নয়া দিল্লি:  দেশে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। উঠে এসেছে ৫ জনের মৃত্যু (Death) সংবাদ। এই পরিস্থিতিতে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) বাড়ানোয় জোর দেন তিনি। শুধু তাই নয়, কোনও নয়া ভ্যারিয়েন্টের (New Variant) জন্য এই কোভিড (Covid-19) ফের দাপট দেখান শুরু করেছে কি না, তা খোঁজার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মাস্ক পরা আবার চালু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


দেশে কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জা (Influenza) পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছে। কোভিডে ব্যবহৃত ২০টি প্রধান কোভিড ওষুধ, ১২টি অন্যান্য ওষুধ, ৪টি বাফার ওষুধ এবং ১টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের প্রাপ্যতা ও দাম পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।                                                                                                              


পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত আছে, তা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করার কথাও বলেন প্রধানমন্ত্রী। কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার কথা বলেন। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও বলেন। এই নিয়মগুলি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কড়া নজরদারি করতে নির্দেশ দেন।                   


আরও পড়ুন, 'দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছিলাম', বিস্ফোরক অভিযুক্ত গোপাল রায়


শেষ কয়েকদিনে দেশে কোভিড আক্রান্তের গ্রাফে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে, তাতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এছাড়াও শেষ কয়েক মাসে H1N1 ও H3N2 সংক্রমণের বাড়বাড়ন্তও দেখা যাচ্ছে। 


বুধবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে (COVID-19) সংক্রমিত ১১৩৪ জন। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৭০২৬। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট পাঁচজনের। খুব ভয়াবহ না হলেও এই পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।