নয়াদিল্লি: ব্রিটেনের পর এবার দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল। ভাইরাসের নয়া প্রজাতির খোঁজ মিলল ভারতে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ৪ জন দক্ষিণ আফ্রিকান স্ট্রেনে আক্রান্ত। ১ জন আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্ট্রেনে। ৫ জনকে কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি তাঁদের সংস্পর্শে যারা এসেছে তাঁদেরও কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ তথা আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন ভারতে এখনও পর্যন্ত করোনার ব্রিটিশ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। এদিকে সারা বিশ্বের ৪১টি দেশ দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্ত। এতদিন পর্যন্ত সেই তালিকায় ছিল না ভারত। দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিল থেকে সরাসরি উড়ান না থাকলেও সংশ্লিষ্ট প্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর মিলল।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যে ৪ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্য দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া ফেরত যাত্রীরা। বলরাম ভার্গব জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেকের সন্ধান শুরু হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, বিমান পরিষেবা নিয়ে অসামরিক বিমান মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। ব্রিটেনে ভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়ার পর যা ব্যবস্থা নেওয়া হয়েছিল তাও নেওয়া যায় কি না খতিয়ে দেখা হচ্ছে। ভার্গব স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন, আইসিএমআর-এর অধীনস্থ সংস্থা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। ভার্গব জানিয়েছেন, ব্রিটেনের প্রজাতির থেকে অনেকটাই আলাদা ব্রাজিলীয় প্রজাতি। অপেক্ষাকৃত বেশি সংক্রামক হতে পারে বলে তাঁর ধারণা।