হুগলি: রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই আগামীকাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বরের মন্দির।  কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্তদের জন্য মন্দির খুললেও তাঁদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।  


রাজ্যে করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ।  দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনকই। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে চলছে গত ১৬ মে থেকে। প্রথম ৩০ মে পর্যন্ত মেয়াদ থাকলেও পরে তা বাড়িয়ে করা হয়েছে আগামী ১৫ জুন পর্যন্ত। 
এই যখন পরিস্থিতি  তখন ভক্তদের জন্য খুলে যাচ্ছে হুগলির তারকেশ্বর মন্দিরের দরজা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। সকাল ৭টে থেকে ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা খোলা থাকবে মন্দির।করোনা বিধি ভক্তরা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তবে যেতে পারবেন না গর্ভগৃহে। 
উল্লেখ্য, গত ৮ মে কর্তৃপক্ষ জানিয়েছিল যে, পরের দিন অর্থাৎ ৯ মে থেকে তারকেশ্বর মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


উল্লেখ্য, তারকেশ্বরের পর কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠের মন্দিরের দরজাও ভক্তদের সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।


তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ববিধি। গর্ভগৃহ যাওয়ার অনুমতি থাকবে না। চোঙায় করে জল ঢালতে হবে। উল্লেখ্য, করোনাভাইরাসে প্রকোপ রুখতে গত বছর সারা দেশে লকডাউন জারি হয়েছিল। সেই সময়ই বিভিন্ন মন্দির দর্শনার্থীদের কাছে বন্ধ ছিল। পরে মন্দিরগুলি খোলার অনুমতি পেয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে। ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তর সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় এবার বিভিন্ন রাজ্য বিধিনিষেধ জারি করেছে। পশ্চিমবঙ্গেও জারি হয় এই বিধিনিষেধ।