কলকাতা: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত আগেই আড়াই লাখ পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসায় নতুন ওষুধ প্রয়োগের জন্য অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রোটোকল মনিটরিং টিম।


অ্যাডভাইসরিতে মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীদের ক্ষেত্রে দুটি ওষুধের সংমিশ্রণ ব্যবহারের সুপারিশ। এই দুটি ওষুধ হল আইভামেকটিন ও ডসিসাইক্লিন।


প্রোটোকলের নির্দিষ্ট পরিমাপ ওষুধ দিতে হবে মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীদের। আক্রান্তদের পরিবারের সুস্থ সদস্য এবং যাঁরা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করছেন, তাঁদের জন্য আইভামেকটিন ব্যবহার করা যেতে পারে।


অ্যাডভাইসরিতে উল্লেখ, এই ওষুধ প্রথমে একদিন, এরপর সাতদিনের মাথায়, তারপর টানা একমাস ধরে খেয়ে যেতে হবে। হাফ কাপ দুধ বা হাফ কাপ মাখনের সঙ্গে ওষুধ খেতে হবে।


রোগ প্রতিরোধের জন্য আইভামেকটিনের পাশাপাশি, অনেকেই হাইড্রক্সিক্লোরোকুইন দিচ্ছেন, প্রোটোকল মনিটরিং টিমের অভিমত, এই দুটি ওষুধ একসঙ্গে খাওয়ার প্রয়োজন নেই।


তবে এর পাশাপাশি, যাদের আইভামেকটিন দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসা সম্পর্কিত সমস্ত তথ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডভাইসরিতে।