নয়াদিল্লি: দুই বছরের অপেক্ষার ইতি। এবার আগের মতোই স্বাভাবিক হতে চলেছে ভারত থেকে চলা আন্তর্জাতিক বিমান চলাচল। ২০২০ সালের মার্চ থেকে বছর দুয়েক ধরে কোভিড কড়াকড়ির জন্য আন্তর্জাতিক বিমান চলাচলে একাধিক লাগাম ছিল। সব বিমান চলছিল না। ২০২০ সালের জুলাই থেকে ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক উড়ানের ব্যবস্থা করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এবার ২৭ মার্চ, রবিবার থেকে আগের মতোই স্বাভাবিক হচ্ছে সব, জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আন্তর্জাতিক উড়ানে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য তিনটি আসন ফাঁকা রাখার প্রয়োজন নেই।
কবে পর্যন্ত সময়সূচি:
আন্তর্জাতিক বিমান চলাচলের নির্ধারিত সময়সূচি পাওয়ার জন্য আবেদন করেছিল সংস্থাগুলি। সেটাই এবার বের করা হয়েছে। ২০২২ সালের গ্রীষ্মকালীন সময়সূচি (Summer Schedule 2022) প্রকাশিত হয়েছে। যা ২৭ মার্চ থেকে চালু হবে। চলবে এই বছরের ২৯ অক্টোবর পর্যন্ত।
কত বিমান চলবে:
৪০টি দেশের ৬০টি বিমান সংস্থা এই সূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। মরিশাস (Mauritius), মালয়েশিয়া (Malaysia), তাইল্যান্ড (Thailand), তুরস্ক (Turkey), আমেরিকা, ইরাক (Iraq) এবং আরও কিছু দেশ তালিকায় রয়েছে। গ্রীষ্মকালীন সময়সূচিতে (Summer Schedule 2022) ভারত থেকে ও ভারত পর্যন্ত ১৭৮৩টি বিমান চলাচল করবে।
নতুন বিমান সংস্থা:
কোভিডে যে যে শিল্পক্ষেত্রগুলি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল। তার মধ্যে অন্যতম বিমান পরিবহন। কোভিডের পরে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হওয়ার সঙ্গেই আছে সুখবরও। বেশ কিছু নতুন বিমান সংস্থা ভারতে তাদের অপারেশন শুরু করছে। এগুলি হল ইন্ডিয়া সালাম এয়ার (India Salam Air), এয়ার আরবিয়া আবুধাবি (Air Arabia Abu dhabi), কোয়ান্তাস (Quantas), আমেরিকান এয়ারলাইন (American Airline)।
আরও পড়ুন: কালো মাস্ক-কালো পোশাক পরলে 'নো এন্ট্রি', গোয়ার মুখ্যমন্ত্রীর শপথে নয়া বিধি