নয়াদিল্লি : নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ ছড়াচ্ছে। তবে, কি আবার সেই ভয়াবহ দিনগুলি ফিরতে চলেছে ? এই জল্পনার আবহেই মেদান্ত হাসপাতালের ইন্সটিটিউট অফ চেস্ট সার্জারি বিভাগের চেয়রাম্যান অরবিন্দ কুমার পরামর্শ দিলেন, মাস্ক পরুন এবং যদি কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে কোভিড টেস্ট করিয়ে নিন।


দেশজুড়ে ফের করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কুমার বলেন, এখন যেহেতু পরীক্ষা বেড়েছে, তাই কেসও বাড়ছে। কিন্তু ভাল বিষয় হল যে, সংক্রমণের যেসব কেস আসছে, সেগুলি অতটা গুরুতর নয়। বাড়ি থেকে আক্রান্তরা সেরে উঠছেন।


তিনি বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, দেশজুড়ে অক্সিজেনের অভাব ছিল। এদিকে যেসব রোগী আসছিলেন, তাঁদের অক্সিজেনের প্রয়োজন ছিল। কিন্তু, এখন পরিস্থিতি সেরকম নয়। এই ভাইরাস এবং নতুন এই ভ্যারিয়েন্ট আমাদের ফুসফুসকে সেভাবে আক্রমণ করছে না। যদিও রোগীদের মধ্যে দীর্ঘদিন শুষ্ক কাশি দেখা যাচ্ছে। যেসব রোগী আসছেন, তাঁদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। তবে, যেসব রোগী গুরুতর অসুস্থতায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক হতে পারে। তাঁদের আরও সতর্ক হওয়া উচিত।


প্রসঙ্গত, চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস ( Coronavirus ) । বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । রাজধানী ( Delhi )  দিল্লিতে ফের একবার আতঙ্ক ছড়াচ্ছে করোনা ( Covid 19 )পরিসংখ্যান। গতবছরের অগাস্টের পর, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুসারে, দিল্লিতে ফের তিনশো পেরিয়েছে দৈনিক সংক্রমণ। রাজধানীতে আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুও হয়েছে ২ জনের। এর মধ্যেই শুক্রবারের করোনা পরিসংখ্যান ভয় ধরাচ্ছে।  


৩১ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে ২৪ ঘন্টায় ৩,০৯৫ জন নতুন করে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।  দৈনিক  করোনার পজিটিভিটির হার ২.৬১ শতাংশ। কোভিডে  সাপ্তাহিক  পজিটিভিটের হার  ১.৯১ শতাংশ। এখন মোট করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪১,৬৯,৭১১। দেশে সুস্থ হওয়ার হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ। চিকিত্সকরা মনে করছেন, বয়স্ক মানুষদের এবার আক্রান্ত হওয়ার হার বেশি। সতর্কতা নিতে হবে কোমর্বিডিটি আছে যাঁদের তাঁদেরও।  আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই  টিকা নিয়েছেন। তারপরও সংক্রমমিত হচ্ছেন। পূর্বে করোনা হওয়া ব্যক্তিরা আবারও করোনা আক্রান্ত হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে সকলকেই।