নয়াদিল্লি: কোভিড-১৯ মোকাবিলায় কাজে লাগার মতো ক্ষমতাসম্পন্ন ভ্যাকসিন কবে বাজারে আসছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তার মধ্যেই অবশ্য আজ আশার খবর শোনালেন পুণের ওষুধ নির্মাতা কোম্পানি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা। এক সাক্ষাত্কারে তিনি নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে সময়মতো অনুমোদন পাওয়া গেলে ২০২১ এর জানুয়ারি নাগাদ দেশে করোনা মোকাবিলায় ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন।
পুনাওয়ালার সংস্থা ব্রিটিশ-সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাসট্রাজেনেকার সঙ্গে একযোগে কাজ করছে করোনা-১৯ রোধী কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির ব্যাপারে। কোভিশিল্ডকে সম্ভাব্য করোনা দাওয়াই বলে মনে করা হচ্ছে। পুনাওয়ালা বলেছেন, ভারত ও ব্রিটেনে সফল ট্রায়ালের ওপর নির্ভর করে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে সময়মতো সম্মতি মিললে আশা করতে পারি, ভারতে ২০২১ এর জানুয়ারিতে ভ্যাকসিন আসছে। তবে অবশ্যই তা প্রতিরোধক্ষমতা তৈরির শক্তিবাহী, কার্যকর প্রমাণিত হতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ে কাজ চলছে কোভিশিল্ড নিয়ে। ভারতে তার ক্লিনিকাল পরীক্ষা দ্বিতীয়-তৃতীয় পর্যায়ে আছে। সিরাম ইনস্টিটিউট তা তৈরি করবে মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলির জন্য়। ভারতে ও বিদেশে এখনও পর্যন্ত কয়েক হাজার লোকের শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং তার সুরক্ষা সংক্রান্ত কোনও সংশয় দেখা যায়নি বলে জানান পুনাওয়ালা। তিনি অবশ্য এও জানান, ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি প্রভাব টের পেতে ২-৩ বছর লাগবে।
ব্রিটিশ মেডিকেল জার্নাল 'দি ল্যান্সেট'-এ প্রকাশিত এক রিপোর্টে সম্ভাব্য কোভিড-১৯ রোধী ভ্যাকসিন ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের শরীরে দ্বিমুখী প্রতিরোধী শক্তি তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। অ্য়াসট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে, ভ্যাকসিনের দুটি ডোজের প্রভাব অনেক বেশি হতে পারে বলে ট্রায়ালে ইঙ্গিত মিলেছে। তবে এক ডোজের ভ্যাকসিন ইঞ্জেকশনের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও ট্রায়াল চলছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধ নির্মাতা কোম্পানির সিইও পুনাওয়ালা এও বলেছেন, তাঁরা ভ্যাকসিনের দাম নিয়ে সরকারের সঙ্গে কথা চালাচ্ছেন। আমরা নিশ্চিত, এর দাম সবার সাধ্যের মধ্যে থাকবে বলে জানান তিনি। সিরাম প্রায় ৬০-৭০ মিলিয়ন ডোজ তৈরির লক্ষ্য ধরে এগচ্ছে। মাসে সংখ্যাটা বাড়িয়ে ১০০ মিলিয়ন পর্যন্ত করার প্ল্যানও তাদের আছে। পুনাওয়ালা বলেন, পরবর্তী কয়েক মাসেই সেই লক্ষ্যপূরণের মতো জায়গায় যেতে হবে আমাদের।