পুণে: মানব শরীরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরি করোনা ভ্যাকসিন 'কোভিশিল্ড'-এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রয়োগ-প্রক্রিয়া শুরু করার অনুমতি শীঘ্রই পেতে চলেছে সিরাম ইন্ডিয়া।
সূত্রের খবর, সিরাম ইনস্টিটিউটের গোটা গবেষণার ওপর নজর রাখছে একটি বিশেষজ্ঞ প্যানেল। সম্প্রতি, সেই প্যানেলের কাছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু করার অনুমতি চেয়ে আবেদন করে সংস্থা। জানা গিয়েছে, প্যানেলের সদস্যরা তাতে রাজি হয়েছেন। শীঘ্রই, সিরাম ইনস্টিটিউটকে ট্রায়াল শুরু করার অনুমতি দিতে দেশের ড্রাগ কন্ট্রোলারকে সুপারিশ করবে ওই প্যানেল। সেখান থেকে সবুজ সঙ্কেত এলেই শুরু হয়ে যাবে প্রয়োগ-পরীক্ষা।
পুণের সিরাম ইনস্টিটিউট হল বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। প্রতি বছর রেকর্ড পরিমাণ ডোজ উৎপাদন ও বিক্রি করা হয় এখান থেকেই। এখন, ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেনার ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিন উৎপাদন করতে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট।
জানা গিয়েছে, দেশের ১৭টি শহরে ১৬০০ জন স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশ নেবেন। সকলের বয়সই ১৮-র ওপরে। অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন যদি ঠিকঠাক কাজ করে, তার তার গণ-উৎপাদন শুরু করবে সিরাম ইনস্টিটিউট। দাম রাখা হবে এক হাজার টাকার কম।