নয়া দিল্লি: ফের কি ফিরছে লকডাউনের দুঃসহ স্মৃতি? যেভাবে বাড়ছে করোনা ভাইরাস, এবার সেই প্রশ্নই উঠছে বারংবার। বেশ কিছুদিন অনেকটাই কমেছিল করোনা প্রকোপ। কিন্তু চিন ও দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে বাড়তে শুরু করে ভাইরাস দাপট। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকোপের নেপথ্যে রয়েছে ওমিক্রন। কিন্তু ফের ফিরে আসছে মহামারী সতর্কতা। 


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডাঃ অ্যান্টনি ফাউসি সতর্ক করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই লকডাউন ব্যবস্থা আরোপ করতে পারে, যদি দেখা যায় যে করোনা কেস ক্রমশ বাড়ছে।  তিনি বলেন, Omicron-এর BA.2 উপ-প্রজাতি শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। সংবাদসংস্থা সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে পরামর্শ দিয়েছিলেন যে মার্কিন নাগরিকরা সাধারণ জীবন এবং লকডাউনের মধ্যে জীবনযাপনের মধ্যে ফের টালমাটাল পরিস্থিতি হতে পারে।


শুধু চিন নয়, পশ্চিম ইউরোপেও নতুন করে প্রাদুর্ভাব তৈরি হয়েছে। উদ্বেগ বাড়িয়ে তুলছে চিনের পরিস্থিতি। এক বছরেরও বেশি সময় চিনে করোনায় মৃত্যু শূন্যই ছিল। কিন্তু ওমিক্রনে সে রেকর্ডেও ভাঙন। শনিবার শি জিনপিংয়ের দেশের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনার দাপটে দুজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ২৫ জানুয়ারি ২০২১-এ শেষ মৃত্যু দেখেছিল এই প্রদেশ। চিনে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮  জনের। শনিবারও চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই। 


এদিকে, ইজরায়েলে মিলল আরও এক ওমিক্রনের প্রজাতির হদিশ। ইজরায়েল সরকার ইতিমধ্যেই এই স্ট্রেন নিয়ে সতর্ক করেছে।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। খুব শীঘ্রই তারা এই প্রজাতি নিয়ে বিবৃতি দিতে পারে বলে সূত্রের খবর। 


নতুন এই স্ট্রেনটি ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি বলে খবর। ওমিক্রনের BA.1 এবং  BA.2 প্রজাতি মিলে এই নয়া স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা।