সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: দোলের দিন আবির খেলার নাম করে মন্দিরে ঢুকে চুরির চেষ্টার অভিযোগ। ৬ মহিলা-সহ ৮ জনকে গণপিটুনি স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের জয়রামচকের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষের সঙ্গে রং খেলার ফাঁকে  মহাপ্রভু মন্দিরে ঢুকে চুরির চেষ্টা করে ৬ মহিলা ও ২ জন পুরুষ। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় শুরু হয় গণপিটুনি। জনরোষ থেকে ওই ৮ জনকে উদ্ধারের পর গ্রেফতার করে দাসপুর থানার (Daspur Police Station) পুলিশ। ধৃতরা হুগলির বাসিন্দা। চুরিই তাদের পেশা বলে পুলিশের দাবি। 


কিছুদিন আগে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা ঘটে। এদিন সকালে এই ব্যাঙ্কের শাখা খুলতে এসে এমন ঘটনা নজরে আসে। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি দরজা ভেঙ্গে ওই শাখার ভিতরে ঢোকেন। তারপর তিনি এই কাজ চালান। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের শাখার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয়েছে, ভল্ট ভাঙ্গার চেষ্টা করা হলেও তা পারেনি এবং টাকা এখনো পর্যন্ত মনে হচ্ছে সুরক্ষিত আছে। তবে অফিসের মধ্যে থাকা ১০ টি ট্যাবের মধ্যে ৯টি ট্যাব উধাও হয়ে যায়। বাকি ফাইলপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু কর।


ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল বাঁকুড়াতেও (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। 


আরও পড়ুন: Durgapur : দুর্গাপুরে তৃণমূলের অফিসে 'ভাঙচুর, বোমাবাজি ও টাকা লুঠ', CCTV ফুটেজ দেখা গেল এই ছবি