নয়া দিল্লি: ফের দেশজুড়ে করোনা-আতঙ্ক। একদিনে সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। যা গত ৮ মাসে সর্বাধিক, এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে। পাশাপাশি লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। করোনায় নতুন করে মৃত্যু বাড়ছে দিল্লি, কেরল, মহারাষ্ট্রে।
স্বাস্থ্য মন্ত্রকের প্রকশিত রিপোর্ট অনুসারে, সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮। গত ২২৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। বৃহস্পতিবার সেই সংখ্যা পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। দৈনিক পজিটিভিটি রেট প্রায় ৪.৪২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.০২ শতাংশ।
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৭১ শতাংশ। পাশাপাশি দিল্লিতেও করোনা পরিস্থিতি তথৈবচ। বুধবারই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০০০ হাজারের গণ্ডি পেরিয়েছিল। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৯। রাজধানীতে কোভিড পজিটিভিটি রেট ২৩.৮ শতাংশ।
আরও পড়ুন, চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, গরমের দাপট দেখবে দার্জিলিংও
অন্যদিকে, রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল। সোমবার রিজেন্ট পার্ক এলাকার বছর ৭০-এর ওই বৃদ্ধ ভর্তি হন গাঙ্গুলিবাগানের একটি বেসরকারি হাসপাতালে। ওই দিনই ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার করোনার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার সকালে মৃত্যু হয় বৃদ্ধের। রাজ্যে শেষ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছিল ২৫ মার্চ। এরপর এক মাস পেরোতে না পেরোতেই মৃত্যু হল আরেক কোভিড আক্রান্তের। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন।