নয়াদিল্লি: নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিতেই কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করা হয়েছে নেজাল ভ্যাকসিনকে (Nasal Vaccine iNCOVAC)। করোনার দু'টি টিকা নিয়েছেন যাঁরা, সেই সমস্ত প্রাপ্তবয়স্করা বুস্টার ডোজ হিসেবে নেজাল ভ্যাকসিন নিতে পারেন। কোভ্যাক্সিন উৎপাদনকারী ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিনকেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র (COVID Booster Dose)। তার দামও বেঁধে দেওয়া হয়েছে (COVID Nasal Vaccine)। 


করোনার দু'টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের বুস্টার ডোজ নেওয়ার নিদান


এই মুহূর্তে শুধুমাত্র বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি টিকাকেন্দ্রগুলিতেও পাওয়া যাচ্ছে ভারত বায়োটেকের তৈরি ইন্ট্রানেসাল কোভিড টিকা-iNCOVAC. বেসরকারি জায়গা থেকে নিতে গেলে ৫ শতাংশ পণ্য ও পরিষেবা কর বাদ দিয়ে এই নেজাল ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা। জিএসটি সমেত বেসরকারি জায়গা থেকে ১০০০ টাকা দিয়ে কিনতে হবে এই নেজাল ভ্য়াকসিন।  কেন্দ্রীয় সরকারের CoWin অ্যাপ থেকে iNCOVAC পেতে নাম নথিভুক্ত করা যাবে। তবে মিলবে জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, আগের দু'টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁরাই বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। সবমিলিয়ে এই নেজাল ভ্যাকসিনের দু'টি ডোজ নিতে হবে।


তবে বেসরকারি জায়গায় নেজাল ভ্যাকসিনের দাম আকাশছোঁয়া হলেও, সরকারি হাসপাতালে তা পাওয়া যেতে শুরু করলে, টাকা বাঁচবে অনেকটাই। সরকারি জায়গা থেকে ৫ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই টিকা কেনা যাবে ৩২৫ টাকায়। ভারত বায়োটেকের তরফেই বিবৃতি প্রকাশ করে এমনটা জানানো হয়েছে। 


আরও পড়ুন: COVID Nasal vaccine: বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে, নেজাল ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র


চলতি মাসের শুরুতে ভারত বায়োটেকের এই নেজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেয় ভারতের নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তিনটি পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগের পর এই নেজাল ভ্যাকসিনে সাফল্য় মেলে। ইঞ্জেকশনের পরিবর্তে নাকে ড্রপের আকারে এই টিকার প্রয়োগ হয়। 


চলতি মাসের শুরুতে ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিনকে ছাড়পত্র


যে সমস্ত দেশের নাগরিকের আয় তুলনামূলক কম এবং মাঝারি, তাদের কথা ভেবেই নেজাল ভ্যাকসিন চালুর পরিকল্পনা গৃহীত হয়। ইঞ্জেকশনের সূচ বেঁধাতে প্রয়োজন না পড়ায়, ভারতের প্রথম নেজাল ভ্যাকসিন iNCOVAC. ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইয়ের সঙ্গে যৌথ ভাবে এই নেজাল ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক। ধাপে ধাপে পরীক্ষা করা হয়েছে কার্যকারিতা।