নয়া দিল্লি: রাজধানীতে ক্রমাগত বেড়ে চলেছে করোনাভাইরাস দাপট। এই আবহে সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে গত দু দিনে প্রবলহারে বাড়ছে করোনা। কোভিড আক্রান্তের মধ্যে ৮৪ শতাংশ ক্ষেত্রে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। সোমবারও প্রায় ৪ হাজারের বেশিও করোনা আক্রান্ত হতে পারে দিল্লিতে। পজিটিভিটি রেটও প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  


স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমানে ২০২ জন রোগী ভর্তি রয়েছেন দিল্লির হাসপাতালে। দিল্লি গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। পজিটিভিটি রেটও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই দিল্লি সরকার শহরে একটি হলুদ সতর্কতা জারি করেছে। নাইট কারফু, স্কুল, কলেজ, জিম এবং সিনেমা হল বন্ধ করা হয়েছে। 


আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকার ঘোষণা করেছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) এর অধীনে, যদি কোভিড পজিটিভিটির হার পাঁচ শতাংশ চিহ্ন অতিক্রম করে এবং পরপর দুই দিন এর উপরে থাকে, তাহলে 'রেড' সতর্কতার অধীনে রাখা হবে দিল্লিকে। 



রেড অ্যালার্ট মানে দিল্লিতে পুরো কারফিউ জারি করা হবে, যার মধ্যে রাতের কারফিউ এবং সপ্তাহান্তে মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে। 


ভারতে ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল দৈনিক সংক্রমন। তবে মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।