অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রেকের যান্ত্রিক বিভ্রাটের কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। আপাতত ময়দান (Maidan) থেকে কবি সুভাষ (kobi Subhas) অন্যদিকে দমদম (Dumdum) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) পর্যন্ত লাইনে মেট্রো চলছে। মাঝের অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট (Parkstreet) থেকে বেলগাছিয়া (Belgachia) পর্যন্ত বন্ধ পরিষেবা।
দুপুর ১টা নাগাদ শোভাবাজার স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই খারাপ হয়ে যায় রেক। সেখান থেকে গিরিশপার্ক পর্যন্ত গিয়ে ফের যান্ত্রিক বিভ্রাট হওয়ায় বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। আপাতত রেকটি সরানোর চেষ্টা চলছে। জানা গিয়েছে রেকটি সরিয়ে কবি সুভাষে নিয়ে যাওয়া হবে।
স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। হঠাৎ পরিষেবা বন্ধের কারণে স্টেশনে পৌঁছেও ফিরতে হচ্ছে যাত্রীদের। দুপুর ৩টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী স্বাভাবিক হয়নি পরিষেবা। কাজ চলছে। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে জানানে পারেননি আধিকারিককা। তবে আশ্বাস দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আপাতত স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্ধে ঘোষণা চালানো হচ্ছে।
দেশজুড়ে করোনা (Corona) সংক্রমণ হু হু করে বাড়ছে। সেইসঙ্গে ওমিক্রনও (Omicron) উদ্বেগ ছড়িয়েছে । রাজ্যেও করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েকদিনে। এই পরিস্থিতি বিধিনিষেধ ফের চালু করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। করোনা সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধের কথা জানিয়েছেন । গতকালই জানানো হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে কলকাতার মেট্রো পরিষেবা। থাকছে নিয়ন্ত্রণও। যাত্রী সংখ্যা ৫০ শতাংশের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি টোকেন পরিষেবাও ফের তুলে নেওয়া হয়েছে আজ থেকেই। অর্থাৎ ফের স্মার্ট কার্ডেই যাতায়াত করতে হবে।
আরও পড়ুন: চিকিৎসকদের মধ্যে সংক্রমণের ঢেউ ! সঙ্কটে জরুরি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর