Purulia Coronavirus: সংক্রমণ বৃদ্ধির জের, জরুরি বৈঠক পুরুলিয়া জেলা প্রশাসনের

ভোট গ্রহণের পর থেকেই ফের করোনা নিয়ে উদ্বিগ্ন পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

Continues below advertisement

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ভোট গ্রহণের পর থেকেই ফের করোনা নিয়ে উদ্বিগ্ন পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আজ, মঙ্গলবার জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে।

Continues below advertisement

জেলার কোভিড টেস্টিং সেন্টার গুলির রিপোর্টে ভিত্তিতে দেখা গেছে গত বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৪ঘণ্টায় ৫৮ জন যা যথেষ্ট উদ্বেগ জনক। গত কয়েকদিনে দুজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমনে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানিয়েছেন প্রতিদিন তাঁরা এক হাজার টেস্ট হচ্ছে। প্রতিদিন পজিটিভ কেসের সংখ্যা গড়ে ১০০ জন। মাঝে করোনা আক্রান্তের সংখ্যা জেলায় কম ছিল। তবে নির্বাচন শেষ হতেই সেই সংখ্যাটা বেড়েছে বলেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি। এই আবহে মানুষের সচেতনতার উপর বেশি গুরুত্ব দিতে চাইছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্য বিধি সহ সব রকম নিয়ম মেনে চলতে হবে প্রত্যেককেই।

জানা গিয়েছে, জেলা সদর সহ জেলার বিভিন্ন ব্লক প্রাথমিক ও প্রথমিক স্বাস্থ্য্ কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। তবে এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা এখনও পিছনে পড়ে রয়েছে খবর। আর তাতে লক্ষ্য মাত্রা পূরণ হচ্ছেনা। এই নিয়ে গতকাল রঘুনাপুর পুরসভা পক্ষ থেকে ঢাক বাজিয়ে রঘুনাথপুর বাসিকে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানানো হয়। আজ, মঙ্গলাবার জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে, করোনা মোকাবিলায় যুদ্ধকালীন প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে রাজ্য সহ দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। এদিন স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার সাতশো ছত্রিশ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মারা গিয়েছেন আটশো উনআশি জন।  এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল এক কোটি ছত্রিশ লক্ষ উননব্বই হাজার চারশো তিপান্ন জন। মোট মৃত্যু এক লাখ একাত্তর হাজার আটান্ন জনের। করোনায় সর্বাধিক আক্রান্তের তালিকায় দুনম্বরে ভারত। প্রথম আমেরিকা।

Continues below advertisement
Sponsored Links by Taboola