নয়াদিল্লি: করোনা মোকাবিলায় দেশে আজ পর্যন্ত ৭০ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ৫৪ কোটি মানুষকে প্রথম ডোজ ও প্রায় ১৭ কোটি দেশবাসী কোভিড টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। এ ছাড়াও শেষ ১৩ দিনে ১০কোটি মানুষের টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।


এদিন দেশের টিকাকরণের এই সাফল্য ট্যুইটারে তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি লেখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আজ পর্যন্ত দেশে কোভিড টিকাকরণের ৭০ কোটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এই স্মরণীয় মুহূর্তের জন্য স্বাস্থ্যকর্মী ও দেশের মানুষকে অভিনন্দন জানাই।''  


সোমবারই দেশে এক কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়ে ভারত। ১১ দিনে তিনবার এই নজির গড়ার সাক্ষী থেকেছে দেশ।দেশের কোভিড ভ্যাকসিনেশনের পরিসংখ্যান নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত প্রথম ১০কোটি টিকাকরণ করতে ৮৫দিন সময় নিয়েছে।পরবর্তীকালে ২০ কোটি ভ্যাকসিনেসনের সংখ্যা ছুঁতে ৪৫ দিন সময় নেয়। তৃতীয় ধাপে ৩০ কোটি টিকার সংখ্যা অতিক্রম করতে ২৯ দিন সময় লাগে।   


ধীরে ধীরে দেখা যায়, ক্রমশ কম দিনে বেশি সংখ্যায় দেশবাসীকে টিকা দেওয়া গিয়েছে। ৩০ কোটি থেকে ৪০ কোটি টিকাকরণের সংখ্যা ছুঁতে ২৪ দিন সময় নেয় দেশ। গত অগাস্টের ৬ তারিখ ৫০ কোটি ভ্যাকসিন দিতে সমর্থ হয় ভারত। এই ১০ কোটি ডোজ দিতে সময় লাগে ২০ দিন। যদিও এখান থেকে ৬০ কোটি ভ্যাকসিনের সংখ্যায় যেতে দেশের সময় লাগে ১৯ দিন। এবার সত্যিই রেকর্ড গড়েছে ভারত। মাত্র ১৩দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে। 


কদিন আগেও একদিনে এক কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল দেশবাসীকে।সেই সময় এই সাফল্যের জন্য ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী।যেখানে তিনি লেখেন, '' রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''