প্রদ্যোৎ সরকার, নদিয়া:  আরও একটি পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল। নদিয়ার  নাকাশিপাড়া ব্লকের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত অনাস্থা ভোটাভুটিতে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।নদিয়ার বিল্লগ্রাম পঞ্চায়েতে ২৬ ফেব্রুয়ারি বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃনমূল। আজ সেই অনাস্থা প্রক্রিয়া হল বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতে ব্লক প্রশাসনের উপস্থিতিতে। ভোটাভুটিতে ১৭-০ ব্যবধানে বিজেপি প্রধান এবং উপপ্রধান অপসারিত হলেন।


এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৪। এরমধ্যে পঞ্চায়েত নির্বাচনে   8 টি আসনে তৃনমূল জয়ী হয়েছিল। ৩ টি আসন পেয়েছিল সিপিএম। আর  বিজেপি জিতেছিল ১৩ আসনে । বিজেপি পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।


বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাতেই সেই সময় বোর্ড গঠন করেছিল। কিন্তু এক বছরের মধ্যেই ৬ জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই সময় পঞ্চায়েতের সঞ্চালককে অপসারণ করা হয়। আড়াই বছর পার হতেই গত ২৬ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। কিন্তু বিধানসভা নির্বাচনের জন্য অনাস্থা প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি।


এরপর তৃণমূলের পক্ষ থেকে আদালতে আর্জি জানানো হয়। আজ মঙ্গলবার সেই অনাস্থা প্রক্রিয়া হয় বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতে। অনাস্থা প্রক্রিয়ায় মোট ১৭ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। সবাই প্রধান অপসারণের বিরুদ্ধে ভোট  দেওয়ায় পঞ্চায়েত তৃনমুলের দখলে এল। অপসারিত হলেন বিজেপির প্রধান কবিতা বিশ্বাস।বিজেপির হাত থেকে পঞ্চায়েত দখলের পর তৃণমূল সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।


উল্লেখ্য, কিছুদিন আগে গতমাসে হাওড়ার উলুবেড়িয়ার বানিবন পঞ্চায়েতের বিজেপির ৫ সদস্য যোগ দেন তৃণমূলে। ফলে  হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলছে বিজেপির।৫ জন বিজেপি সদস্য একসঙ্গে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বানিবন পঞ্চায়েতে। গতমাসে  উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজির উপস্থিতিতে বিজেপির ৫ সদস্য ছাড়াও, ফরওয়ার্ড ব্লকের একমাত্র পঞ্চায়েত সদস্যও শাসক দলে যোগ দেন। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের বানিবন পঞ্চায়েতে  ১৩ টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।অন্যদিকে, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক পেয়েছিল যথাক্রমে ১০ ও ১টি আসন।কিন্তু এবার দলবদলের জেরে বিজেপির আসন কমে ৮ হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারাল তারা।পাশাপাশি, তৃণমূলের আসন বেড়ে হল ১৬।


Bhawanipur Assembly By-election 2021:ভবানীপুরে বিজেপির প্রার্থী তালিকায় কাঁকুড়গাছির নিহত দলীয় কর্মীর দাদা, লড়াই করছে না কংগ্রেস