কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সমালোচনার মুখে গরু বিষয়ে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা স্থগিত হলেও বাতিল হল না। উল্টে পরীক্ষা নিয়ে উৎসাহিত করতে উপাচার্যদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। একুশ শতকে উঠছে গরু নিয়ে পরীক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।
ভোটের মুখে এখন বাংলায় C-এর ছড়াছড়ি। একদিকে Coal, Cow নিয়ে সিবিআই তদন্ত তুঙ্গে। অন্যদিকে Cocaine পাচারের অভিযোগে ধৃত যুব বিজেপি নেত্রী ও নেতা। Cutmoney ও Chitfund কেলেঙ্কারি নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এরইমধ্যে অন্য এক প্রেক্ষিতেও শিরোনামে সেই গরু। গরু বিষয়ে পরীক্ষা নিয়ে কয়েক কদম এগিয়েও, বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার ৷ ‘কামধেনু গো বিজ্ঞান প্রচার-প্রসার’ পরীক্ষা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ ৷ এই অনলাইন পরীক্ষায় সামিল হতে সর্বস্তরের পরীক্ষার্থীদের কাছে আবেদন জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। পাঁচ লক্ষ পড়ুয়া নাম নথিভুক্তও করে ফেলেন। দেশজুড়ে সমালোচনার জেরে আপাতত পরীক্ষা স্থগিত হলেও, বাতিল করছে না ইউজিসি।
উপাচার্যদের দেওয়া ইউজিসির চিঠিতে বলা হয়েছে, এই পরীক্ষায় নাম নথিভুক্তের জন্য পড়ুয়াদের উৎসাহ দিতে হবে। কিন্তু, কেন্দ্রের গো বিষয়ক পরীক্ষা নিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে অসন্তোষ। কেউ কেউ প্রতিক্রিয়া এড়িয়েছেন, কেউ আবার এখনই এই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, ‘‘আমি এখনও চিঠি পাইনি, চিঠি পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ৷’’ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, ‘‘আমাদের এই পরিকাঠামো নেই, ইউজিসিকে লিখেছি এই ব্যাপারে ৷’’
গরুর দুধে সোনার খোঁজ পেয়েছিলেন দিলীপ ঘোষ। বছর দুয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে সোনার ভাগ আছে। তাই হলুদ রং। পিঠে যে কুঁজ থাকে, সেখানে স্বর্ণ নাড়ি রয়েছে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। তাই গরুর দুধ হলুদ রঙের হয়।
বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্য দাবি করেছিলেন, গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধু অক্সিজেন গ্রহণ করে না, নিঃশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়! একুশ শতকে গরুকে নিয়ে জ্ঞানার্জন আদৌ কি জরুরি তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে গত কয়েক বছরে বারবার ধরে শিরোনামে উঠে আসছে গরু।