নয়াদিল্লি: বেআইনিভাবে গাছ কেটে পরিবেশের ক্ষতি করা ক্ষমার অযোগ্য অপরাধ। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত শুনানিতে বলছে বিপুল সংখ্যায় গাছ কাটা মানুষ খুন করার থেকেও বড় অপরাধ। প্রতিটি গাছ কাটার জন্য এক লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা উচিত।
অভিযুক্ত ব্যক্তি আগ্রার সংরক্ষিত তাজ ট্রাপেজিয়াম জোনে ৪৫৪টি গাছ কেটেছিলেন। সেই মামলার শুনানিতে অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুুঁইয়ার বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিবেশ সংক্রান্ত মামলায় অপরাধের কোনও ক্ষমা নেই। বিপুল পরিমাণ গাছ কেটে ফেলা মানুষ খুন করার থেকেও জঘন্য অপরাধ। যে ৪৫৪টি গাছ বেআইনিভাবে কেটে ফেলা হয়েছে তা আবার হতে ১০০ বছর সময় লাগবে।
কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির (CEC) সুপারিশ মেনে আদালত অভিযুক্ত শিব শঙ্কর আগরওয়ালকে ৪৫৪টি গাছ কাটার অপরাধে প্রতি গাছে পিছু ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। অভিযুক্ত পক্ষের আইনজীবী মুকুল রোহাতগী জানিয়েছেন, অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে। পাশাপাশি জরিমানা কমানোর আবেদন জানিয়েছেন আইনজীবী। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার কাছে গাছ লাগাতে হবে। আদালত আরও জানিয়েছে, যতদিন পর্যন্ত না এই নির্দেশ কার্যকর হবে ততদিন পর্যন্ত অবমাননার মামলা চলবে।