ঘূর্ণিঝড় দেতোয়া নিয়ে আশঙ্কার প্রহর গুণছে ভারত। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় তাণ্ডব ঘটিয়েছে এই ঝড়। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) শুক্রবারই এই ঝড় নিয়ে (২৮ নভেম্বর ২০২৫) সতর্কবার্তা জারি করেছে । সেখানে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'দেতোয়া' শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় রয়েছে। ঘূর্ণিঝড়টি গত ৬ ঘন্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

  • ঘূর্ণিঝড়ের কেন্দ্র ত্রিনকোমালী থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে, বাত্তিকালোয়া থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাম্বানটোটা থেকে ২২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল, যেখানে এটি ভারতের পুদুচেরী থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ছিল।
  • আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ঘূর্ণিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং ৩০ নভেম্বরের সকাল পর্যন্ত উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার কাছে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। আইএমডি বিভিন্ন রাজ্যের জন্য বৃষ্টি ও বাতাসের ঝুঁকির সতর্কতা জারি করেছে।
  • তামিলনাড়ু এবং পুদুচেরীতে শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে কিছু জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ৩০ নভেম্বর বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
  • দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমাতে শুক্রবার থেকে বৃষ্টির শুরু হতে পারে। এখানে ২৯ থেকে ৩০ নভেম্বর ভারী বৃষ্টি এবং ১ থেকে ২ ডিসেম্বরও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
  • কেরল এবং লাক্ষাদ্বীপ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানায় ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৬০-১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দক্ষিণ তামিলনাড়ু, পুদুচেরী, শ্রীলঙ্কা এবং দক্ষিণ অন্ধ্র উপকূলে প্রবল বেগে বাতাস বইবে।
  • আইএমডি ১ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আগে থেকেই সমুদ্রে থাকা নৌকাগুলিকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মানুষজনকে বাড়িতে নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  সংবাদ সংস্থা রয়টার্স বলছে, প্রবল দুর্যোগে ইতিমধ্যেই ৪৬ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়ে গিয়েছেন শ্রীলঙ্কায়।  সে-দেশের আবহাওয়া দফতরের বিবৃতি অনুসারে আগামী ১২ ঘন্টা ধরে দ্বীপরাষ্ট্রে আরও প্রবল হবে ঘূর্ণিঝড়। তীব্র হবে দুর্যোগ।