চেন্নাই : পশ্চিমবঙ্গে তেমন প্রভাব না পড়লেও দক্ষিণ ভারতের দুই রাজ্যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল। তিনদিনের বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তামিলনাডুর। ল্যান্ডফল হয়ে গেলেও এখনই দুর্যোগ মুক্তি হচ্ছে না।  ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত চলবে। জানিয়েছে আইএমডি।  


হাওয়া অফিস জানাচ্ছে, তামিলনাডুর  আটটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে তিরুচিরাপল্লি, করুর, নামাক্কাল, সালেম, ধর্মপুরী, কৃষ্ণগিরি, থেনি এবং মাদুরাই । এই আটটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিভাগ ইরোড, নীলগিরি, কোয়েম্বত্তুর, তিরুপুর এবং ডিন্ডিগুল নামে পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে।  


ঘূর্ণিঝড় ফেনজাল শনিবার পুদুচেরির কাছে স্থলভাগে আঘাত হেনেছে।  তার আগে থেকেই দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি চলছে উপকূলবর্তী এলাকায়। বৃষ্টিতে সরকারি হাসপাতালও হাঁটু জলের নিচে। রাজ্যের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। গাছ উপড়ে বিপদ ঘটেছে। দক্ষিণ রেলওয়ে এই পরিস্থিতিতে বেশ কয়েকটি এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন  বাতিল করেছে। রুট বদলে চালানো হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। কয়েকটি ট্রেনের রুট ছোট করা হচ্ছে।  


ফেনজাল সাইক্লোনের প্রভাবে পুদুচেরি ও তামিলনাড়ুতে জনজীবন ব্যাহত হয়েছে। শনিবার শ্রীলঙ্কা ও ভারত মিলিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কায় ১৫ জন এবং চেন্নাইয়ে তিন জন মারা গিয়েছে।  দুর্গত এলাকায় চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  


স্থানীয় মানুষদের দাবি, তিন দশকে পুদুচেরিতে এমন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। বৃষ্টিতে প্রধান সড়কও জলমগ্ন হয়ে পড়ে। সৈকত শহরে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। একটু একটু করে পরিস্থিতি উন্নত হলেও দুর্যোগ কাটেনি। ভারী বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ক্ষেতের ফসলের।   


অন্যদিকে পশ্চিমবঙ্গে, সোমবারও উপকূলবর্তী কয়েক জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য  বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তবে মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে আবার ফিরবে শীতের আমেজ।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                                   


আরও পড়ুন : সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের