Cyclone Mandous Update : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ম্যানডাউস (cyclone Mandous)। এর প্রভাবে ৭ ডিসেম্বর মধ্যরাত থেকে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বৃষ্টিপাত শুরু হবে । ৮ ও ৯ ডিসেম্বর বৃষ্টির তোড় আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। বর্ষা পরবর্তী এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) । বৃহস্পতিবারই তা তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে, সোমবার ভারতের আবহাওয়া বিভাগ এই পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন ; প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে ? রইল খুঁটিনাটি
কীভাবে এগোচ্ছে ম্যানডাউস
বঙ্গোপসাগরের উপরে তৈরি ঘূর্ণাবর্তটি ৬ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর নামকরণ করা হয়েছে ম্যানডাউস। দুর্যোগ আরও ঘনীভূত হয়ে ৮ ডিসেম্বর সকালের মধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উপকূলে পৌঁছানোর আগে এটি দুর্বল হবে ?
একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে উপকূলে পৌঁছানোর আগে এটি দুর্বল হয়ে যেতে পারে," বলছে স্কাইমেট ওয়েদার সার্ভিসেস। "তবে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশে ৭ এবং ৮ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত হবে। "
৭ ডিসেম্বর মধ্যরাত থেকে উত্তর উপকূলীয় তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের উপর বৃষ্টিপাত শুরু হবে । ৮ ও ৯ ডিসেম্বর বৃষ্টির পরিমাণ বাড়বে, বলছে আবহাওয়া দফতর। ৭ ডিসেম্বর বাতাসের গতিবেগ ৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে। বেগ বাড়তে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত । ৮ তারিখ হাওয়ার গতিবেগ আরও বাড়বে।
সোমবার এবং মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার সঙ্গে ঘন্টায় প্রতি ঘণ্টায় ৪০-৪৫ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে।
কলকাতায় আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া -
Date | Min Temp | Max Temp | Weather | |
06-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
07-Dec | 15.0 | 27.0 | Mainly Clear sky | |
08-Dec | 15.0 | 27.0 | Mainly Clear sky | |
09-Dec | 16.0 | 26.0 | Partly cloudy sky | |
10-Dec | 18.0 | 27.0 | Partly cloudy sky | |
11-Dec | 18.0 | 27.0 | Mainly Clear sky | |
12-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky |