চেন্নাই : ফের ঘূর্ণিঝড় (Cyclone)। ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়ার দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ।  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ইতিমধ্যে আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপ। রবিবার তা ঘূর্ণিঝড় মিগজাইমে (Cyclone Michaung) পরিণত হবে। আপাতত পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। কবে, কোথায়, কতটা শক্তিতে তা আছড়ে পড়বে ? পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে ?


কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ?


আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি রয়েছে চেন্নাই থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর উত্তর-পশ্চিম দিকে এগোবে মিগজাইম। সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর বা বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনমের মাঝামাঝি উপকূলে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল এস বালাচন্দ্রন।


আবহাওয়াবিদদের অনুমান সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার সর্বোচ্চ ১০০ কিলোমিটার হতে পারে। আজ থেকে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং সোমবার থেকে ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ঘূর্ণিঝড়ের ?


দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা । সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।                                                                            


আরও পড়ুন- 'উষ্ণ' হচ্ছে শীত ! 'ডিসেম্বরে শহরে' ঠান্ডা কমার ইঙ্গিত হাওয়া অফিসের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।