দুর্গাপুজো শেষের আগেই বিরাট সুখবর। ফের ডিএ বা মহার্ঘ্য ভাতা বাড়াল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।  দশমী এবং দীপাবলির মতো উৎসবের আগে এই মহার্ঘ্য ভাতায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারি মহলে।

এর ফলে, মূল বেতন এবং পেনশনের হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছবে।  businesstodayর রিপোর্ট  অনুসারে, ১ জুলাই, ২০২৫ থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে ,জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও   দীপাবলির ঠিক আগে পেয়ে যাবেন তাঁরা। অর্থাৎ দীপাবলিতে সত্যই ঝলমল করবে তাঁদের ঘর। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১.১৫ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।         

কতদিনের বকেয়া পাবেন সরকারি কর্মীরা                         এই বর্ধিত ভাতা সপ্তম বেতন কমিশনের আওতাধীন সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন। সেই সঙ্গে পাবেন পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা। ধরুন কারও মূল বেতন ৩০ হাজার টাকা। সেক্ষেত্রে তিনি   প্রতি মাসে অতিরিক্ত ৯০০ টাকা পাবেন। অন্যদিকে যাঁর মাইনে ৪০ হাজার টাকা, তিনি আরও বেশি টাকা পাবেন।  বছরে দুবার, জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতার হার (DA) সংশোধন করা হয়। যদিও ঘোষণাগুলি প্রায়শই পরে হয়। তখন বকেয়া গুলি পেয়ে যান তাঁরা। অষ্টম বেতন কমিশন সম্ভবত ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে। 

৮ম বেতন কমিশন কবে থেকে কার্যকরসামগ্রিকভাবে প্রায় ১ কোটি ১৫ লক্ষ মানুষ সরাসরি এর সুবিধা পাবেন। অনুমান করা হচ্ছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৮৬ এর মধ্যে হতে পারে, যা সরাসরি কর্মীদের মূল বেতনের উপর প্রভাব ফেলবে। সরকার ৮ম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে ।  তবে কমিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা এবং টিওআর-এর বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। এতে লেভেল ১ কর্মচারীদের জন্য ন্যূনতম মূল বেতন ৫১,৪৮০ টাকায় সংশোধিত হতে পারে। সেখানে ন্যূনতম পেনশন প্রায় ২০,৫০০ টাকা বৃদ্ধি পেয়ে ২৫,৭৪০ টাকা হতে পারে। সব মিলিয়ে এবার এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর।