নয়া দিল্লি : ডিএ-র (Dearness Allowance) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্নায় বসেছেন। আজ ১০ দিনে পড়ল তাঁদের সেই অনশন। একদিনের প্রতীকী অনশনের পর আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর । ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে কেন্দ্র। এর জেরে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোক্তা উপকৃত হবেন। ৪ শতাংশ বৃদ্ধির জেরে ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে হবে ৪২ শতাংশ। এ প্রসঙ্গে উল্লেখ্য, বছরে দু'বার করে মহার্ঘ্য ভাতা খতিয়ে দেখা হয়। কর্মীদের বেতনের ভিত্তিতে হয় এর হিসেব।


উচ্চ মুদ্রাস্ফীতির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এইসব পরিস্থিতিতে কর্মীদের জীবন-ধারণে সাহায্য করতে পাশে দাঁড়ায় সরকার। দেওয়া হয় মহার্ঘ্য ভাতা। কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী নির্ধারণ করা হয় ডিএ। শ্রম মন্ত্রকের বিভাগ লেবার ব্যুরোর তরফে প্রতি মাসে প্রকাশ করা হয় এই সূচক। অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, ৪ শতাংশ বাড়িয়ে ডিএ করা হতে পারে ৪২ শতাংশ। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে। সেই প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে রাখা হবে।


এবছরের ১ জানুয়ারি থেকেই ডিএ বৃদ্ধির হিসাব হবে। এই মুহূর্তে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোক্তা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর ডিএ-র পরিমাণ খতিয়ে দেখা হয় । পয়লা জুলাই থেকে যা কার্যকর হয়েছে। 


কী পরিস্থিতি রাজ্যে ?


এদিকে বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান আজ ১০ দিনে পড়ল। পাশাপাশি, চলছে ২৪ ঘণ্টার প্রতীকী অনশন। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন তাঁরা। এর আগে ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। একে একে এই মঞ্চে যোগ দিয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৯টি সংগঠন।


এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একইরকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান।  


আরও পড়ুন ; 'ভাই জাগো, হকের ডিএ ছিনিয়ে নিতে আর যে উপায় নাই,' অব্যাহত রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন