সঞ্চয়ন মিত্র, রুমা পাল ও সুদীপ্ত আচার্য, কলকাতা: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান শনিবার ৯ দিনে পড়ল। এদিন পালাগানের মাধ্যমে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। শনিবার দুপুর ১টা থেকে প্রতীকী অনশনে বসেন ৩৩টি সংগঠনের একজন করে প্রতিনিধি।


ও ভাই জাগো, হকের ডিএ ছিনিয়ে নিতে আর যে উপায় নাই। চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চলছে। অন্যদিকে, বকেয়া ডিএ মেটানোর দাবিতে পথে নেমেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান শনিবার ৯ দিনে পড়ল।


বুধবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনের পর শনিবার থেকে প্রতীকী অনশন শুরু করলেন তাঁরা। শনিবার দুপুর ১টা থেকে প্রতীকী অনশনে বসেন ৩৩টি সংগঠনের একজন করে প্রতিনিধি। প্রতীকী অনশন চলবে রবিবার দুপুর ১টা পর্যন্ত। 


'ও ভাই জাগো, হকের ডিএ ছিনিয়ে নিতে আর যে উপায় নেই'। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ।


প্রতীকী অনশন: DA-র দাবিতে এবার প্রতীকী অনশন, অব্যাহত রাজনৈতিক লড়াই। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। হাইকোর্ট হয়ে সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এই পরিস্থিতিতে, বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 


DA'র দাবিতে কর্মবিরতি: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান বিক্ষোভের ৬ দিনেরাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কর্মবিরতির মিশ্র প্রভাব পড়ে বিভিন্ন জায়গায়।  


একদিকে, নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছে চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, বকেয়া DA'র দাবিতে লাগাতার অবস্থান আন্দোলনে  পথে নেমেছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। শহিদ মিনার চত্বরে তাদের অবস্থান বিক্ষোভ ৬ দিনে পড়ল। 


বুধবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে  দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালনের ডাক দেয় তারা। মহাকরণে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতিতে দেখা গেল মিশ্র প্রভাব।  ডিএ'র দাবিকে সমর্থন জানালেও কর্মবিরতিতে অংশ নেননি অনেকে।