LIVE UPDATES: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, জামিয়া মিলিয়ায় স্থগিত রাখা হল সেমিস্টারের পরীক্ষা
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে অসমে। গুয়াহাটিতে আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাহত জনজীবন। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের জেরে আজ সেমিস্টারের যাবতীয় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। নাগাল্যান্ডের কয়েকটি এলাকাতেও অশান্তির জেরে ব্যাহত হয়েছে জনজীবন। তবে গুয়াহাটিতে বেলা ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে গতকাল মিছিল বার করেন জামিয়ার পড়ুয়ারা। হাঁটেন সংসদ ভবনের দিকে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়, লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় ৫০ জন পড়ুয়াকে।
নাগাল্যান্ডের নাগা ছাত্র সঙ্ঘ বা এনএসএফের ডাকা ৬ ঘণ্টার বনধে আজ রাজ্যের বেশ কিছু এলাকায় প্রভাবিত হয় জনজীবন। সকাল ৬টা থেকে ডাকা হয় বনধ। স্কুল, কলেজ, বাজারহাট বন্ধ, রাস্তায় যানবাহন তেমন নেই। তবে এখনও অশান্তির কোনও খবর আসেনি। বিক্ষোভকারীরা পরীক্ষার্থী, চিকিৎসা কর্মী, সাংবাদিক এবং বর ও কনেযাত্রীদের যাতায়াত করতে দেন। বনধের জেরে রাজধানী কোহিমার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে অসমে। গুয়াহাটিতে আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। দিসপুর, উজান বাজার, চাঁদমারি, সিলপুখুরি ও জু রোডে দোকানের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। শহরে ঘুরছে অটো রিকশা ও সাইকেল রিকশা। তবে বাস দেখা যায়নি। পেট্রোল পাম্পগুলিও খোলা, লোকে গাড়িতে জ্বালানি ভরে নিচ্ছেন। স্কুল, কলেজ, অফিস কাছারি অবশ্য বন্ধ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -