শ্রীনগর: নিজে গৃহবন্দি দশা থেকে মুক্তি পেলেও ছেলে এখনও শ্রীনগরের সাব জেলে আটক রয়েছেন। শুক্রবার সরকারি নির্দেশে ছাড়া পেয়ে বাইরে এসেই আজ ছেলে ওমর আবদুল্লাকে দেখতে সেখানে গেলেন ফারুক আবদুল্লা। সরকারি কর্তারা একথা জানিয়েছেন। ফারুকের সঙ্গে ওমরকে দেখতে যান স্ত্রী, কন্যাও।
সাত মাস গৃহবন্দি ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক। গত বছর ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর অন্যদের সঙ্গে তাঁকে আটক করা হয়েছিল জনসুরক্ষা আইনে (পিএসএ)। গতকাল মুক্তির পর ফারুক বলেন, বিশ্বাসই হচ্ছে না, আমি মুক্ত। আশা করছি, বাকি সকলকেও আমার মতো ছেড়়ে দেওয়া হবে।
শনিবার সকালে নিজের বাসভবন থেকে গাড়ি চালিয়ে হরি নিবাসে যান ফারুক। সেখানেই সাব জেল বানিয়ে রাখা হয়েছে ওমরকে, যিনি অধুনালুপ্ত রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। ৫ আগস্ট ওমরকে প্রথম পিএসএ-তে আটক করা হয়।
৮২ বছরের ফারুক গত সাত মাসে প্রথম ছেলেকে দেখতে চেয়ে আবেদন করেছিলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসন তা মঞ্জুর করে বলে জানিয়েছেন সরকারি অফিসারর। প্রায় এক ঘন্টা তিনি ছেলের কাছে ছিলেন।