কলকাতা: বিপদে প্রয়োজন হয় রক্তের। প্রাণ বাঁচাতে রক্ত কিনতে গিয়ে ফতুর হয় বহু লোক। সেই সমস্যার দিকে তাকিয়েই এবার বড়সড় সিদ্ধান্ত ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)।   


অধিকাংশ সময়েই রোগীর পরিবারের অভিযোগ থাকে, এক এক ইউনিট রক্তের জন্য আকাশছোঁয়া দাম দিতে হয় তাদের। সেই আবহেই এবার  ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া দেশের সব হাসপাতাল (Hospital) ও ব্লাড ব্যাঙ্ককে (Blood Bank) নির্দেশ দিয়েছে প্রতি ইউনিট (Per Unit Price) রক্তের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি (Processing Fee) ছাড়া আর কোনওরকম ভাবে কোনও অতিরিক্ত দাম নেওয়া যাবে না। এমনটা হলে রক্তের দাম অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। 


পিটিআই সূত্রে খবর, Drugs Consultative Committee-এর ৬২তম মিটিংয়ের প্রসঙ্গ টেনেছে DCGI. তারা জানিয়েছে ওই মিটিংয়ে সর্বসম্মতভাবে রক্তের জন্য নেওয়া দাম কমানোর বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছিল। এই ধারণার পিছনে মূল কারণ ছিল-- 'রক্ত বিক্রির জন্য নয়, জোগানের জন্য'। এই কারণেই শুধুমাত্র প্রসেসিং ফি নিতে পারবে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছিল।   


PTI সূত্রের খবর, ডিসেম্বরে DCGI জানিয়েছিল, 'ATR পয়েন্ট ৩-এর ১৮ নম্বর এজেন্ডা অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছিল যে রক্তের জন্য় অতিরিক্ত দাম নেওয়া থামাতে হবে। রক্ত বিক্রির জন্য নয়। এটা শুধুমাত্র জোগানের জন্য।'


নতুন যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত বা Blood Component-এর জন্য শুধুমাত্র প্রসেসিং ফি নিতে পারবে। ২৫০ টাকা থেকে ১৫৫০ টাকার মধ্যে সেই ফি-এর রেঞ্জ বাঁধা রয়েছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে  এই নিয়ম মেনে চলার জন্য আবেদন করেছে DCGI. 


PTI-এর সূত্র অনুযায়ী, যখন রক্তের আকাল দেখা যায় তখন অনেক বেসরকারি হাসপাতাল এক ইউনিট রক্তের জন্য ৩০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত দাম নেয় বলে অভিযোগ। যদি কোনও বিশেষ রক্তের গ্রুপ (Blood Group) হয় তাহলে সেই দাম আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে নতুন নিয়ম বলবৎ হলে রোগী এবং রোগীর পরিবারের জন্য তা অত্যন্ত স্বস্তির হবে বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন: নতুন বছরেও আতঙ্ক! ভারতে একদিনে আক্রান্ত বেড়ে ৭৬০, ভয় ধরাচ্ছে কোভিড-কাঁটা