মুম্বই: মুম্বইয়ের ঘাটখোপার (Mumbai's Ghatkopar) এলাকায় প্রবল ঝড়ে একটি বিশাল বড় হোডিং ভেঙে পড়ার (Hoarding collapses) জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১৪। দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে আরও ৭৪ জনকে উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পর থেকে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা (NDRF)। 


এপ্রসঙ্গে এনডিআরএফের আপদা মিত্র রিসকিউার শাহবাজ শেখ বলেন, "দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আনুমানিক ৮০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একটি লাল গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আশঙ্কা ওই গাড়ির মধ্যে আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন। আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য এখনও উদ্ধার কাজ চালানো হচ্ছে।" 


 



সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ের জেরে ঘাটপোখর এলাকায় একটি বিশাল বড় হোডিং ভেঙে পড়ে। এর জেরে প্রচুর মানুষ চাপা পড়ে যান ওই হোডিংয়ের নিচে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে চালিয়ে এখনও পর্যন্ত ৭৪ জনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হয় ১৪ জনের মৃতদেহ। 


সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিকের মুখোমুখি হয়ে এনডিআরএফের ইন্সপেক্টর গৌরব চৌহান বলেন, "সোমবার বিকেল ৫টা নাগাদ বিশাল বড় একটি বিজ্ঞাপনী হোড়িং ঝড়ে জেরে ভেঙে গিয়ে পাশে থাকা একটি পেট্রোল পাম্পের উপর গিয়ে পড়ে। আমরা উদ্ধার কাজ চালানো জন্য হাইড্রোলিক ও গ্যাসোনিলের সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। কারণ এর ফলে আগুন লেগে যেতে পারে বলে আমাদের আশঙ্কা। তাই আমরা ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছি।" 


ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৪,৩৩৮, ৩৩৭ ও ৩৪ ধারায় হোডিংয়ের মালিক ভবেশ ভিদে ও অন্যান্যদের নামে পান্তনগর থানায় একটি এফআইআর করেছেন। 


মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পাশাপাশি জখমদের চিকিৎসার জন্য সমস্ত খরচ সরকার বহন করবেন বলেও জানান তিনি। 


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম ও সহ সভাপতি জগদীপ ধনখড় দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে জখমদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Car Accident Video: ট্যাক্স চাওয়ার জের, টোল প্লাজার মহিলাকে পিষে দিল গাড়ি