নয়াদিল্লি: অসমে এনআরসি আতঙ্কে ডিটেনশন সেন্টারে বন্দিমৃত্যুর অভিযোগ খারিজ করল কেন্দ্র। এনআরসিকে কেন্দ্র করে ডিটেনশন শিবিরের বাসিন্দাদের মধ্যে ভবিষ্যত্ ঘিরে তীব্র অনিশ্চয়তার জেরে আতঙ্ক ছড়িয়েছে বলে বিরোধীদের অভিযোগ। সেখানে ওষুধপত্র সহ জরুরি পরিষেবার ব্যবস্থা নেই বলেও তাদের দাবি। যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তা উড়িয়ে জানিয়ে দিয়েছে, ডিটেনশন সেন্টারে ভয়-আতঙ্ক, ওষুধপত্রের অভাবে কেউ মারা যায়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ডিটেনশন সেন্টারগুলিতে ২৮ জনের মৃত্যুর কথা স্বীকার করেও অসুখ-বিসুখেই এমনটা ঘটেছে বলে দাবি করেছেন। ডিটেনশন সেন্টারগুলিতে যথাযথ চিকিত্সার বন্দোবস্ত আছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন সেখানে ওষুধের আয়োজন করে বলেও জানান তিনি। বলেন, ২৮ জনের মারা যাওয়ার খবর রয়েছে। ডিটেনশন সেন্টারগুলিতে যাবতীয় সুযোগসুবিধা পাওয়া যায়, কোনও ভীতি-আতঙ্ক বা ওষুধের অভাবে কারও মৃত্যু হয়নি। যে মৃত্যুই হয়েছে, তার কারণ কোনও অসুখ-রোগ।
তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক সাংসদ সাপ্লিমেন্টারি প্রশ্ন তুলে দাবি করেন, তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন, ডিটেনশন সেন্টারে বেশিরভাগ মৃত্যুই হয়েছে এনআরসি প্রক্রিয়া সংক্রান্ত ভীতি, উদ্বেগ, আতঙ্কে।
মৃতদের পরিবারগুলিকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা, জানতে চাওয়া হলে এমন কোনও বিধিব্যবস্থা নেই বলেও জানান মন্ত্রী।