মুম্বই : বাড়ির চাল ভেঙে হঠাৎ ঢুকে পড়ল হরিণ। মহারাষ্ট্রের পওয়াই মাঝরাত্তিরে এমন ঘটনায় চমকে উঠল গেরস্থ। হুড়মুড় করে ভাঙল চাল। ঘুম ভেঙে গেল বস্তিবাসীর।
রাত তখন দেড়টা। ঘুমে আচ্ছন্ন মহাত্মা পুলে চাওল। সঞ্জয় গাঁধী ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকা। হঠাৎই ঘটে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, কোনও প্রাণীর তাড়া খেয়েই পালাচ্ছিল হরিণটি।
বস্তি অঞ্চলে হঠাৎ হরিণটিকে দেখে তাজ্জব সকলে। খবর দেওয়া হয় বন দফতরে। তারাই ঘণ্টা দুয়েক পরে এসে উদ্ধার করে হরিণটি। বন আধিকারিক জিতেন্দ্র রামগাওকর জানালেন, কেন হঠাৎ হরিণটি ওই এলাকায় ঢুকে পড়ে, তা বোঝা যায়নি। তবে রীতিমতো ভয়ে ছিল হরিণটি। তবে হরিণটির আঘাত তেমন গুরুতর নয়।
মধ্যরাতে বাড়ির চাল ভেঙে ঢুকে পড়ল হরিণ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 02:36 PM (IST)
প্রত্যক্ষদর্শীদের মতে, কোনও প্রাণীর তাড়া খেয়েই পালাচ্ছিল হরিণটি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -