মুম্বই: 'যুবা' ছবির শ্যুটিং করতে গিয়ে বন্ধুত্ব, তারপর নাকি তা গড়িয়েছিল বিয়ের কথাতেও! তবে একে অপরকে বিয়ে নয়, ছবির নায়কের বিয়ে দিতে নাকি উঠে পড়ে লেগেছিলেন ছবির নায়িকা! কথা হচ্ছে বিবেক ওবেরয় ও করিনা কপূরকে নিয়ে। যাদের বন্ধুত্বের কথা টিনসেল টাউনে মোটেই চর্চিত নয়। অথচ তাঁদের বন্ধুত্ব নাকি ছিল বেশ গভীর!
'যুবা' ছবির শ্যুটিং-এর সময় অনেকটা সময় একসঙ্গে কাটাতেন করিনা আর বিবেক। তখন সদ্য সদ্য বিবেক ওবেরয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঐশ্বর্য্য রাইয়ের। তখন একা থাকতেন তিনি। করিনা নাকি বারবার তাঁকে বলতেন, 'একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। সংসারী হয়ে যাও। আমি সেফের সঙ্গে মিলে তারপর তোমাদের রাগাবো। খুব মজা হবে।'
বিবেক পরবর্তীকালে বলেছিলেন, 'কেবল পরিবার নয়, আমায় বিয়ের কথা বারবার বলত বেবো। যখন আমরা ডিনারে যেতাম বেবো বারবার আমায় বিয়ের জন্য জোর করত।আমরা সেই নিয়ে খুব হাসাহাসিও করেছি। আমরা একসঙ্গে যা ছবিটি করেছিলাম তা বক্স অফিসে খুব সাফল্য পেয়েছিল।'
২০০৩ সালে একটি সাংবাদিক সম্মেলনে সলমনের বিরুদ্ধে মুখ খোলেন বিবেক! বলেন, সলমন নাকি তাঁকে ৪১ বার ফোন করে হুমকি দিয়েছিলেন। ঐশ্বর্য্য, রানি, দিয়া মির্জার সঙ্গে সলমনের শারীরিক সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেন তিনি। এর ফল ভালো হয়নি। একধিক হিট ছবির নায়ক বিবেক এই ঘটনার পর প্রায় একঘরে হয়ে গিয়েছিলেন বলিউডে। কেরিয়ারে তার পতন ছিল লক্ষ্যনীয়।
ঐশ্বর্য্যের সঙ্গে ব্রেক আপের পর নাকি বিবেককে বিয়ের জন্য জোর করতেন করিনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 12:11 PM (IST)
'যুবা' ছবির শ্যুটিং করতে গিয়ে বন্ধুত্ব, তারপর নাকি তা গড়িয়েছিল বিয়ের কথাতেও! তবে একে অপরকে বিয়ে নয়, ছবির নায়কের বিয়ে দিতে নাকি উঠে পড়ে লেগেছিলেন ছবির নায়িকা! কথা হচ্ছে বিবেক ওবেরয় ও করিনা কপূরকে নিয়ে। যাদের বন্ধুত্বের কথা টিনসেল টাউনে মোটেই চর্চিত নয়। অথচ তাঁদের বন্ধুত্ব নাকি ছিল বেশ গভীর!
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -